উওর দিনাপুরের রায়গঞ্জে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস
1 min read নিজস্ব সংবাদদাতা (বর্তমানের কথা): উওর দিনাপুরের রায়গঞ্জে পালিত হল ৬৯ তম প্রজাতন্ত্র দিবস জাতীয় । জাতীয় পতাকা উত্তলন করেন জেলা শাসক আয়েশা রানী , উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শ্যাম সিং।এই উপলক্ষে মার্চফাস্টে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,রাজ্য পুলিশ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওঁ বিভিন্ন পৌরসভা । উপস্থিত দর্শকদের সামনে মাঠ পরিক্রমা করে জেলার বিভিন্ন রঙীন ট্যাবলো। জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন জেলা শাসক আয়েশা রানী।এদিকে কালিয়াগঞ্জ পৌরসভার হয়ে অংশগ্রহণ করে ছোটো নৃত্য শিল্পী সুনাকশী মোদক।