ইসলামপুর এর ভুজাগাও, দারুল উলুম রাশীদিয়া মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ।
1 min readনিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা): ইসলামপুরে জাতি বর্ন নির্বিশেষে আজ সকলে ঐক্য বদ্ধ ভাবে পালন করলো প্রজাতন্ত্র দিবস। ইসলামপুর এর ভুজাগাও ,দারুল উলুম রাশীদিয়া মাদ্রাসায় প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সম্পাদক মৌলানা আবুল কালাম সাহেব । এ ছারা উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি, ডঃ কুতুব আলম সাহেব, মাদ্রাসার শিক্ষক মৌঃ আরসাদ সাহেব, মৌ: সালিম আনজার সাহেব, মৌঃ আঠহার সাহেব । এবং সৈয়দ নুর আলম । এলাকার যুবকরা ছিলেন