ভারতীয় জনতা পার্টির উদ্যগে ধনকৈলে রক্ত দান শিবির
1 min readতপন চক্রবর্ত্তী (বর্তমানের কথা) ঃ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকল প্রাথমিক বিদ্যালয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যগে ও কালিয়াগঞ্জ বিধান সভার পালক রূপক রায়ের নেতৃত্বে একটি স্বেচ্ছায় রক্ত দান শিবির এর আয়োজন করা হয়।রক্তদান শিবিরে উপস্তিত ছিলেন কালিয়াগঞ্জ বিধানসভার পালক রূপক রায় রাজ্য মহিলা সেলের সহ সভা নেত্রী দোলা মোদক উত্তর দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক অমিত সাহা সহ বিজেপি নেতা গোড়া দাস ,অমল সরকার সহ অনেকেই।রক্ত দান শিবিরে মত একশো জন রক্ত দান করে বলে জানান বিজেপি নেতা রূপক রায়।