December 5, 2024

ইটাহার মোটরসাইকেল দুরঘটনায মৃত্যু হল দুই যুবকের

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
 ইটাহার (বর্তমানের কথা) :  মোটরসাইকেল  দুরঘটনায  মৃত্যু হল  দুই  যুবকের, আহত  আর  এক যুবক  আশঙ্কা  জনক  অবস্থায়  মালদহ  মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসা  ধিন বলে  জানা  গেছে ।  ঘটনাটি ঘটে  ইটাহার  থানার  প্রতিরাজপুর  অঞ্চলের  ইটাহার  বালুরঘাট  রাজ্য  সরকে  ভেলা  গাছি  এলাকায়, গতকাল  রাত্রি  এগারো  নাগাদ  নিতাই  সরকার  (32) সহদেব সরকার  (23) রাম ভরত  সরকার  নিজেদের   মোটর  সাইকেল  করে  তিন  জন ইটাহার  থেকে  বারির  উদ্দেশ্য  যাওয়ার  সময়ে  ঝারকালি ভেলা  গাছি  এলাকায়  অপর  দিক  থেকে আসা  একটি  jcv গারির  সঙ্গে  মুখ মুখি সংঘর্ষ  হলে  তিন  জনই গুরুতর  জখম  হন ফলে  স্থানীয়  বাসিন্দারা  আহত দের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে  নিতাই সরকার ও  সহদেব  সরকার  কে  মৃত  বলে  ঘোষণা  করেন, 
আশঙ্কা  জনক  অবস্থায়  রাতেই  মালদহ  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে রাম ভরত  সরকার কে ।নিতাই  সরকার  পেশায়  প্রাথমিক  বিদ্যালয়ের  শিক্ষক,  তিন জন বন্ধু  বলে  জানা  গিয়েছে, ভেলা  গাছি  গ্রামে  তিন  জনের  বাড়ি ।এদিন রাত  থেকেই  শোকের  ছায়া  নেমে  এসেছে  গ্রামে সকাল  হতে  ইটাহার  ব্লক  স্বাস্থ্য  কেন্দ্রে  ভির  জমায়  আত্বিয স্বজন সহ  গ্রামের  বাসিন্দারা ।বাসিন্দা  সূত্রে  জানা  গিয়েছে  ঘন কুয়াশার  কারণে দুর ঘটনা ঘটেছে ।তবে  ইটাহার থানার পুলিশ ঘাতক গারি টি র  খোঁজ  শুরু  করেছে, ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *