সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের ক্রীড়া প্রতিযোগীতা ।
1 min read
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে কালিয়াগঞ্জ সুকান্ত শিশু বিকাশ বিদ্যাপীঠের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির আসন আলোকিত করেন বিশিষ্ট সমাজ সেবী রাধিকা রঞ্জন দেবভুতি। সমাজ সেবী জীবন মুন্সি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝন্টু মুদক।ক্রীড়া প্রতিযোগিতায় ৫০মিটার ৭৫ মিটার ১০০ মিটার দৌড প্রতিযোগীতা হামাগুড়ি দৌড ,চকলেট দৌড দীঘ লম্ফন মেরিটযা টেস্ট বার্ড ফ্লাই।ফুল কুডানো দৌড প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আংশ গ্রহন করে।সুকান্ত বিদ্যাপীঠের ১৫০ জন ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় আংশ গ্রহ ন করে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ রায়।ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিস্ট ব্যক্তিগন।