December 5, 2024

হোয়াটস্‌অ্যাপ গ্রুপের অ্যাডমিনের হাতেই থাকবে এবার অন্যান্য সদস্যদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ।

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67


বর্তমানের কথা ,নিউজ ডেক্স হোয়াটস্‌অ্যাপ গ্রুপের ‘অত্যাচারে’ অতিষ্ঠ? ঘুম ভাঙতে না ভাঙতে ‘শুভ সকাল’ আর ‘শুভ জন্মদিন’-এর দাপটে ফোনের নোটিফিকেশন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন? গ্রাহকদের এমন সমস্যা সমাধানে এইবার আসরে নামলেন খোদ হোয়াটস্‌অ্যাপ কর্তৃপক্ষ। শীঘ্রই নতুন একটি ফিচার্স আনতে চলেছে হোয়াটস্‌অ্যাপ। কী লাভ হবে সেই ফিচার্সে? হোয়াটস্‌অ্যাপের নতুন ভার্সন আপডেট করলেই পাওয়া যাবে এই সুযোগ। এরপর থেকে হোয়াটস্‌অ্যাপ গ্রুপের ‘অ্যাডমিন’-এর হাতে থাকবে নতুন একটি ক্ষমতা।হোয়াটস্অ্যাপ বিটা ইনফোর খবর অনুযায়ী, এবার থেকে গ্রুপের অন্যান্য সদস্যদের মেসেজ নিয়ন্ত্রণ করতে পারবেন ‘অ্যাডমিন’। নতুন এই ফিচার্সে ‘রেসট্রিক্টেড গ্রুপ’ খোলা যাবে। এই গ্রুপের ‘অ্যাডমিন’ গ্রুপের অন্যান্য সদস্যদের মেসেজ, ভিডিও, অডিও, ছবি, জিফ ফাইল নিয়ন্ত্রণ করতে পারবেন। এ ক্ষেত্রে যে সদস্যরা ‘রেসট্রিক্টেড মেম্বার’দের তালিকাভুক্ত হবেন, তাঁদের গ্রুপে কোনও ফাইল পাঠাতে গেলে ‘মেসেজ অ্যাডমিন’ বাটনে আগে পাঠাতে হবে। যদি অ্যাডমিন সেই মেসেজ পাঠানোর অনুমতি দেন তা হলেই মেসেজটি গ্রুপের অন্যান্য সদস্যরা দেখতে পাবেন। ইচ্ছা হলে ‘অ্যাডমিন’ মেসেজটি ডিলিটও করে দিতে পারেন। ‘অ্যাডমিন’ নিজের প্রয়োজন মতো কোনও সদস্যকে ৭২ ঘণ্টার জন্য ‘রেসট্রিক্টেড’ করতে পারেন। পরে সেই নিয়ন্ত্রণ আবার তুলেও নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *