প্রায় ১ বছর পর জাতীয় দলে ক্যামব্যাক করলেন সুরেশ রায়না।
1 min readপ্রীতম সাঁতরা : প্রায় ১ বছর পর জাতীয় দলে ক্যামব্যাক করলেন সুরেশ রায়না। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর ঘোষণা করা হয়েছে এবিডি ভিলিয়ার্সদের বিরুদ্ধে টি২০ স্কোয়াড। সেখানে গত ২০-২০ দলের তুলনায় আনা হয়েছে অনেক পরিবর্তন। এরপরেই স্কোয়াডে আগমন সুরেশের। প্রসঙ্গত গত বছরের ফেব্রুয়ারিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল রায়নাকে। দল থেকে বাদ পরার পরেও অবশ্য নিজের খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। মুস্তাক আলি ট্রফিতে করেছেন একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধ শতরান। চলতি সময়ে তাঁর দুর্দান্ত ফর্মের পরেই ডাক পড়ল জাতীয় টিমে।
প্রোটিয়াদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতের স্কোয়াডঃ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, যাশপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট, শার্দুল ঠাকুর।