৩০০ পথ কুকুরের টিকাকরণ বালুরঘাট শহরে
1 min read(বর্তমানের কথা) ঃদক্ষিণ দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর বালুরঘাট শহরের ৩০০ পথ কুকুরের টিকাকরণ করল জেলা প্রশাসন ও স্পেশাল প্রোটেকশন কাউন্সিল ফর অ্যানিম্যাল বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার ১৫ জনের দল শহর জুড়ে এই টিকাকরণের কাজ করে ।।মূলত জলাতঙ্ক রোগের প্রাদুর্ভাব কমাতে পথ কুকুরদের টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়েছে।