December 5, 2024

ঠান্ডার কারণে ইসলামপুরে পান চাষে ব্যাপক ক্ষতি

1 min read

(বর্তমানের কথা)উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে ঠান্ডার কারণে ।মঙ্গলবার ক্ষতিপূরণের দাবিতে ইসলামপুর মহকুমা উদ্যান পালন দপ্তরে ক্ষতিগ্রস্ত চাষিরা স্মারকলিপি ।এবছর প্রচণ্ড ঠান্ডার কারণে পান পাতা হলুদ হয়ে ঝড়ে পড়ছে,পান শুকিয়ে যাচ্ছে ।একারণে অনেক কৃষকেরই চাষের খরচ উঠছে না। অনেকেই ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। এমন পরিস্থিতিতে পান চাষিরা বিপাকে পড়েছেন।ইসলামপুর মহকুমা উদ্যান পালন অধিকারিক সোনালী দে বলেন, প্রচণ্ড ঠান্ডার কারণে এবার পানের ক্ষতি হয়েছে। বুধবার আমরা এলাকা সমীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাব। তার পরেই ক্ষতিপূরণের বিষয়টি আসবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *