লোকনাথ পূজো উত্সব কে ঘিরে বর্ণাঢ শোভাযাত্রা উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে।
1 min readপ্রিয়া গুপ্তা (বর্তমানের কথা) ঃ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে শ্রীকলোনীর শ্রী শ্রী লোকনাথ মন্দির উৎসব কমিটির তরফে লোকনাথ পুজার বাৎসরিক মহামিলন উৎসবকে কেন্দ্র করে বুধবার বর্ণাঢ শোভাযাত্রা গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।এদিন সকালে কয়েকশ মহিলা পুরুষ ভক্তিভরে লোকনাথের প্রতিকৃতি সহ বর্ণাঢ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। লোকনাথ পুজার এদিনের বিশেষ অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করতে মন্দির চত্তরে উপস্থিত থাকবেন লোকনাথ মিশন ও সেবাশ্রম সংঘের সদস্যবৃন্দরা।এদিনের শোভাযাত্রার পর লোকনাথ মন্দিরে চণ্ডী পাঠ, লোকনাথ পূজা সহ বিশ্বশান্তি যজ্ঞের আয়োজন করা হয়। লোকনাথ পুজাকে কেন্দ্র করে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে শ্রীকলোনীর লোকনাথ মন্দিরে এদিন সকাল থেকেই ভির জমিয়েছেন অগণিত ভক্তপ্রান মানুষজন।