December 5, 2024

মেয়েদের বিয়ে নিয়ে আর নেই চিন্তা মমতা এবার দিবে মেয়েদের বিয়ের টাকা।

1 min read


নিউজ ডেক্স , বর্তমানের কথা ঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখেই রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেটে নতুন প্রকল্প মানবিক এবং রূপশ্রী। যে সব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম সেই পরিবারের মেয়ের বিয়ের ক্ষেত্রে( ১৮ বছরের পরে হলে) ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে সরকারের তরফে। এর জন্য একহাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পের নাম রূপশ্রী। ৬ লক্ষ পরিবার রূপশ্রীর সুবিধা পাবে। অপর প্রকল্পের নাম মানবিক। নতুন মাসিক পেনশন প্রকল্প। ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিবন্ধীদের। মানবিক নামের এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর উদ্যোগ জানিয়েছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *