December 5, 2024

পৃথিবীতে এসেছিল এলিয়েন!

1 min read

(বর্তমানের কথা)  ঃভিনগ্রহীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এ নিয়ে অনেক আগেই শুরু হয়েছে গবেষণা। আর এরই মাঝে সামনে এলো নতুন এক তথ্য। বলা হচ্ছে, অনেক হাজার বছর আগেই পৃথিবীতে এসে মানুষের সঙ্গে দেখা করে গিয়েছিল এলিয়েনরা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পাওয়া এক ভিডিও থেকে এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা।মেক্সিকোয় পাওয়া কিছু অদ্ভুত শিল্পকর্ম দেখে অনুমান করা হচ্ছে, আসলে এলিয়েনদের দেখেই ওই মূর্তিগুলো তৈরি করা হয়েছে।ভিডিও অনুযায়ী, মেক্সিকোতে এমন কিছু মূর্তি পাওয়া গেছে, যার মাথাগুলো অস্বাভাবিক বড় আর চোখগুলো চওড়া। এগুলো মানুষ নয়, কোনো অদ্ভুত জীবের প্রতিচ্ছবি বলেই মনে করা হচ্ছে। এগুলো সব ৫০০০ বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। এই ধরনের কোনো প্রাণী পৃথিবীতে কখনও বসবাস করত, এমন প্রমাণও পাওয়া যায়নি।তাই এই মূর্তি দেখে মনে করা হচ্ছে, কখনও না কখনও পৃথিবীতে এসেছিল ভিনগ্রহীরা। তাদের দেখেই বানানো হয় ওই অদ্ভুত দর্শন মূর্তিগুলো।এদিকে, ২০১৮ সালে মেক্সিকোর বাজায় একটি অদ্ভুত জিনিস দেখা যায়, যা ইউএফও বলে সন্দেহ করা হয়। ভাইরাল হয় সেই ভিডিও। কেউ কেউ বলছেন, আসলে অন্য কোনো গ্রহ থেকে কেউ আমাদের উপর প্রতিনিয়ত নজর রাখছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *