December 5, 2024

নোয়াপাড়া উপনির্বাচনঃ জয়ী তৃণমূল।

1 min read

প্রীতম সাঁতরা (বর্তমানের কথা) : নোয়াপাড়া উপনির্বাচনেও জয় ছিনিয়ে ছিনিয়ে নিল তৃণমূল। সূত্রের খবর,  বিরোধীদের থেকে ৬৩ হাজার ১৮ ভোটে জয় লাভ করেছেন তৃণমূল প্রার্থী সুনীল সিং। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী গৌতম বসু। সুত্র মারফত আরও জানা গিয়েছে তৃণমূলের ঝুলিতে রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭২৯ ভোট, বিজেপির ঝুলিতে ৩8 হাজার ৭১১ ভোট, সিপিএমের সংগ্রহ ৩৫ হাজার ৪৯৭ ভোট এবং কংগ্রেসের দখলে ১০ হাজার ৫২৭ভোট। নোটায় পড়েছে ২৬১২ টি ভোট। মোট ভোট পড়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৩০৩ টি।কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের প্রয়াণের ফলে নোয়াপাড়ার বিধানসভার আসনটি শূন্যই পড়েছিল। তার ফলেই এই উপনির্বাচন। নির্বাচনের শুরু থেকেই জমে উঠেছিল তৃণমূল-বিজেপি তরজা। বিজেপির পক্ষ থেকে মঞ্জু বসুর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হলেও, তিনি পরবর্তীকালে বেঁকে বসেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিজেপির নয় তৃনমূলেরই লোক। যদিও মঞ্জুতে শেষমেশ আস্থা রাখেনি শাসক দল। প্রার্থী করা হয় সুনীল সিং এবং বিজেপি প্রার্থী করা হয় সুদীপ বন্দোপাধ্যায়কে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *