ছাগলকে বাঁচাতে গিয়ে শিয়ালের কামড়ে আহত এক ব্যক্তি
1 min readবিশ্বজিৎ মন্ডল, মালদা (বর্তমানের কথা) ঃ ছাগলকে বাঁচাতে গিয়ে শিয়ালের কামড়ে আহত এক ব্যক্তি । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুরাতন মালদা থানার মুচিয়া মহাদেবপুর এলাকায় । আহত ব্যক্তি ভর্তিমালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে । জানা যায় বুধবার দুপুরে মুচিয়া মহাদেবপুর এলাকার বাসিন্দা রামুগোপাল চৌধুরী তার নিজের ছাগল চড়াতে নিয়ে যায় ওই এলাকারই নদী সংলগ্ন মাঠে । তখনই হঠাৎ কয়েকটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে রামুগোপাল চৌধুরীর ছাগলের উপর । ছাগলকে বাঁচাতে গেলে একে একে প্রায় দশটি শিয়াল ঝাঁপিয়ে পড়ে রামুগোপালের উপর । স্থানীয় লোকজন দেখতে পেয়ে রামুগোপালকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । ঘটনা প্রসঙ্গে আহতর ছেলে মিঠুন চৌধুরী জানান রোজকার মত বাবা ছাগল চড়াতে গিয়েছিল মাঠে । হঠাৎ কয়েকটি শিয়াল ছাগল গুলির উপর ঝাপিয়ে পড়ে । তখন বাবা ছাগল গুলিকে বাঁচাতে গেলে বাবার উপরেই ঝাঁপিয়ে পড়ে শিয়াল গুলি । এলাকায় বেশ কিছুদিন ধরেই শিয়ালের উপদ্রপ বেড়েই চলেছে বলে জানান আহতর ছেলে ।