প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের(এন আর ই জি এস) মাধ্যমে আজ গ্রামের বহু মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ১নং চৈ নগর গ্রামপঞ্চায়েতেও
1 min readতন্ময় দাস,(বর্তমানের কথা)ঃ উত্তর দিনাজপুরঃ প্রধানমন্ত্রী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের(এন আর ই জি এস) মাধ্যমে আজ গ্রামের বহু মানুষের দুঃখ দুর্দশা দূর হয়েছে । একটা সময় ছিল যখন উত্তর দিনাজপুরের তেমনকাজ না থাকার কারনে বহু মানুষকে রোজগারের তাগিদে গ্রামে থেকে কাজের সন্ধানে নিজেদের পরিবার পরিজন ছেড়ে দিয়ে ছুটে যেতে হত ভিন রাজ্যে ।দুটো পয়সা রোজগারের জন্য দীর্ঘদিন নিজের পরিবার পরিজন ছেড়ে তাদের কাটাতে হত ভিন রাজ্যে ।এক সময় ছিলো যখন এই ভাবেই কাজের সন্ধানে বাডির বাইরে গিয়ে বহু যুবক তাদের দিন কাটাতো এবং নিজের জীবন হারিয়েছে অনেকেই তা আমরা সকলেই জানি।কিন্তু বর্তমানে গ্রামের বহু মানুষ কাজ পাচ্ছে গ্রামেই ।এখন এর তাদের তাদের কাজের সন্ধানে ভিন্ রাজ্যে পাড়ি দিতে হচ্ছে না। ভারত সরকারের প্রধানমন্ত্রী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের মাধ্যেমে সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ১নং চৈ নগর গ্রামপঞ্চায়েতেও এই প্রকল্পের কাজ চলছে জোরকদমে।খুশি এলাকাবাসী ।