December 5, 2024

ইটাহার বৈদাড়া জনকল্যান হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

1 min read


মামুন সরকার ইটাহার ঃ ২ ফেব্রুয়ারি  উত্তর দিনাজপুর  ইটাহার থানার বৈদাড়া গ্রাম পঞ্চায়েতের  বৈদাড়া  জনকল্যান হাইস্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠান শুভ সূচনা হয় ।উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন,, ওই ইস্কুলের সভাপতি ,,প্রধান শিক্ষক সহ আরো অনেকে ।খেলার মাঠটি খুব সুন্দর ভাবে সাজিয়ে ছিল ছাত্র ছাত্রীরা খেলায় অংশ গ্রহন করেন প্রচুর ছাত্র ছাত্রী ।খেলা  ছিল ১০০ মিটার ২০০মিটার ৫০০মিটার দৌড় ,লৌহ বলছুরা ,হাইজাম্প ,লংজাম্প , বল্লম ছুরা ।এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেখার জন্য সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ।খেলা শেষে প্রতিযোগীদের  প্রথম ,দ্বিতীয় ,তৃতীয় ,কে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *