December 5, 2024

বিদ্যুত্স্পৃষ্টের হাত থেকে রক্ষা পেলো রাযগঞ্জের এক যাত্রীবাহি বাস।

1 min read


(বর্তমানের কথা)  ঃবিদ্যুৎস্পৃষ্টের হাত থেকে রেহায় পেলো রাযগঞ্জের এক যাত্রীবাহী বাস ।এই ঘটনায় আতঙ্ক  ছড়িয়েছে গোটা শিলিগুড়ি মোড় এলাকায়।সকালে বালুরঘাট থেকে বেসরকারী একটি বাস রায়গঞ্জ শহরের দিকে আসার সময় শিলিগুড়ি মোড় এলাকায় ওভারলোডিং করার  ফলে রাস্তার বিদ্যুৎএর তারে আটকে গেলেও গাড়িটি এগোতে থাকায় বিদ্যুৎ বাহি তারে জড়িয়ে যায় বাসটি।বাসের টানে বিদ্যুৎএর খুটিও ভেঙে পরে। 

বাসের ওপর বিদ্যুৎ সংযোগ করা তার জড়িয়ে পরে।বিষয়টি যাত্রীরা টের পেলে আতঙ্কিত হয়ে  বাসের প্রায় ৪০ জন যাত্রী হুড়মুড় করে বাস থেকে নেমে পড়ে।বাস যাত্রীদের ছোটাছুটি করতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে। ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের লোক ও পুলিশ।এলাকাবাসীদের অভিযোগ, বাসটির ছাদে ওভার লোডিং থাকার কারনে এই দুর্ঘটনা। তবে বড়ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহায় পেলো বেশ কিছু লোক।ঘটনায় বেশ কিছক্ষন যানজটের সৃষ্টি হয় রায়গঞ্জ শহর জুড়ে। পুলিশের সামনে কি করে এইভাবে গাড়িতে ওভারলোডিং করে গাড়ি চালকরা গাড়ি চালাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে সাধারন মানুষদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *