December 5, 2024

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের লিকুইড মেডিকেল অক্সিজেন পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন

1 min read

বিশ্বজিৎ মন্ডল, মালদা : মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের লিকুইড মেডিকেল অক্সিজেন পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। এদিন ফিতে কেটে মেডিকেল কলেজ চত্বরে বিশালাকায় সিলিণ্ডারের উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রতিপ কুন্ডু, ভাইস প্রিন্সিপাল অমিত দাঁ সহ অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা। এই সিস্টেমের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি থাকা রোগীদের বেডের কাছে পৌছে যাবে শরু পাইপের মাধ্যমে। ফলে চিকিৎসার ক্ষেত্রে আরো ভালো পরিষেবা দেওয়া যাবে বলে জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল প্রতিপ কুন্ডু ।
 তিনি আরো জানান রাজ্যে এই প্রথম কোন সরকারি হাসপাতালে এই পরিষেবা শুরু হল । এই পরিষেবা শুরু হওয়ায় যেমন অর্থের অপচয় কমবে ঠিক তেমনই মরণাপন্ন রোগীদের সঠিক ভাবে অক্সিজেন পৌঁছে দেওয়া যাবে । শুক্রবার এদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা শাসক কৌশিক ভট্টাচার্য জানান এটি একটি আধুনিক পরিষেবা । হাসপাতালের প্রতিটিই বেডের কাছে একটি করে পয়েন্ট করা হয়েছে যাতে রোগীদের সহজেই অক্সিজেন দেওয়া যায় । তিনি আরো জানান রাজ্যে এই প্রথম মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পরিষেবা শুরু করা হল ।এই পরিষেবা শুরু হওয়ায় রোগী পরিষেবায় আরো এক ধাপ এগিয়ে গেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এমনটাই মনে করছেন চিকিৎসা মহল থেকে শুরু করে জেলা বাসী সকলেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *