October 23, 2024

কুনোর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব নিয়েই হাসপাতাল প্রতিদর্শন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পালের

1 min read
রাজু রায় [বর্তনমানের কথা ]ঃবাংলার মূখ্য মন্ত্রী যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থ্যা হাল হকিকত পুরপুরি পরিবর্তন করে রাজ্যে সুস্বাস্থ্য

ব্যবস্থা ফিরিয়ে এনেছেন ঠিক তেমন ভাবেই    শহর পেরিয়ে এবার গ্রামের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে ঝাপিয়ে পড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল।শনিবার তিনি কালিয়াগঞ্জের কুনোরের অবস্থিত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী কল্যাণ সমিতির সভাপতি দায়িত্ব গ্রহন করলেন পৌরপতি কার্তিক পাল। দায়িত্ব গ্রহণ করার পড় তিনি আজ ব্লক প্রাথমিক কেন্দ্রের বি এম ও এইচ দেবাশিষ বালাকে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন,সাথে ছিলেন বিশিষ্ট সমাজ সেবী অশিম ঘোষ । হাসপাতালের কত জন চিকিসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মি আছে আর কি ধরণের সমস্যা রয়েছে টা খতিয়ে দেখেন। উল্লেখ্য পৌরপতি হবার পড় কার্তিক পাল কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যান সমিতির সভাপতি হন ।তার দায়িত্ব গ্রহণ করার পড় হাসপাতালের কিছুটা পরিকাঠামোর সমস্যার সমাধান হয়েছে । সেই কারনে এবারে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়নের জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রোগি কোল্যান সমিতির দায়িত্ব দেওয়া হয় তাকে। যাতে গ্রাম গঞ্জের মানুষ ভালো স্বাস্থ্য ব্যবস্থা পায়। কারন রাজ্য স্বস্থ্য দপ্তর স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিষেষ নজর দিয়েছে।এদিন পৌরপতি কার্তিক পাল জানান, এই হাসপাতালের চার পাশে সীমানা প্রাচীরের প্রয়জন রয়েছে।  তার সাথে সাথে এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রকে ৩০ সজ্জা বিশিষ্ট হাসপাতালের মঞ্জুর করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতালে রুপান্ত্র হবার পরে মানুষ যাতে ভালো স্বাস্থ্য পরিষেবা পায়। এখানে পরিকাঠামো অনুসারে চিকিসক থেকে নার্সিং স্টাপ ও  সরকারি ঔষধ যথেষ্ট রয়েছে। শুধু পরিকাঠামো দিক থেকে কিছু টা সমস্যা রয়েছে যেমন সীমানা প্রাচীর, কিছু ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কিছুটা অংশ খারাপ হয়ে রয়েছে যা খুব শিগ্রহ সংস্কার কারা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *