উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রস্তুতি শুরু করেছে তৃণমূলের ছাত্র-যুব কর্মশালায় যোগ দেওয়ার জন্য ।
1 min read[বর্তনমানের কথা ]ঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তৃণমূলের ছাত্র-যুব কর্মশালায় যোগ দিতে আগামী ৫ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে ছাত্র পরিষদের পক্ষ থেকেও এই কর্মশালায় যোগদানের প্রস্তুতি শুরু হয়েছে। জানা গিয়েছে, জেলার প্রতিটি বুথ স্তর থেকে নির্দিষ্ট সংখ্যক কর্মীকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হবে। কর্মশালায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকছেন। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল বলেন, আমরা শিলিগুড়ির কর্মশালায় যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছি কর্মশালায় বাছাই করা কর্মীদের নিয়ে যাওয়া হবে।