October 23, 2024

সামনেই পঞ্চায়েত নির্বাচন জেলা থেকে ব্লক সব জায়গায় ছাত্র-যুবদের ঝাঁপিয়ে পড়তে হবে :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

1 min read

বর্তমানের কথা: আমি যাচ্ছি পাহাড়ে, সেখানকার মানুষের সঙ্গে দেখা করতে।সোমবার  পাহাড় শান্ত রয়েছে।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ রাজনৈতিক কর্মশালায় যোগ দিয়ে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনে জেলা থেকে ব্লক সব জায়গায় ছাত্র-যুবদের ঝাঁপিয়ে পড়তে হবে।বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দিতে হবে।পাশাপাশি তার বক্তব্য রাজ্যে এখন বিরোধীরা সিপিএম-কংগ্রেস-বিজেপি জোট পাকিয়ে ঘোট তৈরীর চেষ্টা করছে।এগুলো বরদাস্ত করা হবেনা।তারা সোস্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলে তার পালটা দিতে হবে।আর ছাত্র-যুবরা তোমরা টাকার কাছে বিক্রি হবেনা।নীতি বিসর্জন দিয়ে কোনও কাজ করবেনা।তোমরা দলের সম্পদ দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তোমাদের কাজ।সবসময় মাথা উঁচু করে কাজ করে যেতে হবে।বিজেপি দল টাকার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে কিন্তু তাদের বুঝিয়ে দিতে হবে টাকা থাকলেও তাদের একটাও ভোট নেই।ভোট জিততে হলে কাজ করতে হয়।তাই আগামী সব নির্বাচনেই বিরোধীদের এমনভাবে হারাতে হবে যাতে তাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খোজা না যায়।এই বলেই তিনি পাহাড়ের উদ্দ্যেশ্যে রওনা দেন।তবে তিনি মঞ্চে উপস্থিত থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জয়া দত্তকে বলেন আগামী মার্চে ছাত্রদের নিয়ে কনভেনশন করতে জেলায় জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *