ঋতুস্রাব সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্র ছাত্রীদের ফ্রি তে দেখানো হচ্ছে প্যাডম্যান
1 min read বর্তমানের কথা,দক্ষিণ দিনাজপুর ছাত্র ছাত্রীদের ঋতুস্রাব সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির জন্য এবার দেখানো হচ্ছে প্যাডম্যান। দক্ষিণ দিনাজপুরে জেলা প্রশাসনের তরফেই ছবি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অক্ষয় কুমার ও রাধিকা আপ্তে অভিনীত ছবিটি আজ বিশেষভাবে প্রদর্শন করা হয় বালুরঘাটের সত্যজিৎ সিনেমা হলে।মেয়েদের পিরিয়ড বা ঋতুস্রাব নিয়ে এখনও অনেকের ভুল ধারণা রয়েছে। সাধারণ একটি প্রাকৃতিক বিষয়টিকে নিয়ে ভাবনাচিন্তা পাল্টায়নি অধিকাংশ মানুষের। ঋতুমতী মেয়েদের পৃথকভাবে না দেখা ও বিজ্ঞানসন্মত ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে প্যাডম্যানে। সামাজিক সচেতনতামূলক এই ছবির গুরুত্বকে মাথায় রেখে পড়ুয়াদের ছবিটি দেখানোর পরিকল্পনা নেয় প্রশাসন।জানা গেছে, জেলা শাসকের নির্দেশে জেলা বিদ্যালয় পরিদর্শক বালুরঘাট শহর এবং সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তি পাঠায়। যেখানে বলা হয় অষ্টম থেকে দ্বাদশ শ্রেনীর সকল ছাত্রছাত্রীকে সম্পূর্ণ বিনামূল্যে প্যাডম্যান ছবিটি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।