নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান কে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে মলমূত্র ত্যাগ
1 min read ।
নিউজ ডেক্স,বর্তমানের কথা, মোদির স্বচ্ছ ভারত অভিযান কে লজ্জায ফেললো মন্ত্রী ।ইনটারনেটে ভাইরাল হলো মন্ত্রীর প্রস্তাব দৃশ্য ।
রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী কালীচরণ সরফের রাস্তার ধারে দেওয়ালে প্রস্রাব করার ছবি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেটে। যদিও মন্ত্রীর দাবি, ‘এটা এমন কিছু বড় ব্যাপার নয়।’নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের অধীনে গোলাপি শহরকে স্বচ্ছ রাখতে মরিয়া জয়পুর পুরনিগম। অথচ সেখানেই মন্ত্রীর এই কাজ লজ্জায় ফেলে দিয়েছে শাসক দলকে।