December 5, 2024

বিজেপি ও কংগ্রেসের জোর লড়াই চলছে গুজরাটে

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
 ।

নিউজ ডেক্স,বর্তমানের কথা গুজরাতে ৭৫টি নগরপালিকা, দু’টি জেলা পঞ্চায়েত, ১৭টি তালুকা ও ১,৪০০ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আজসকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনও পর্যন্ত বিজেপি ১৩টি এবং কংগ্রেস ১০টি নগরপালিকায় এগিয়ে।শনিবার গুজরাতে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ২০১৬ সালে গুজরাতে শেষবার পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেবার বিজেপি ১২৩টি আসনের মধ্যে ১০৭টিতেই জয় পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *