December 5, 2024

দ্বিতীয় বিয়ের পর পর তৃতীয় বিয়ে সারলেন ইমরান

1 min read


নিউজ ডেক্স,বর্তমানের কথা ইমরানের আগের দুটি বিয়ে টেকেনি। প্রথমবার তিনি বিয়ে করেন ১৯৯৫-এ ব্রিটিশ কোটিপতির মেয়ে জেমিমা গোল্ডস্মিথকে, তাঁদের দুটি ছেলে হয়। ২০০৪-এ ডিভোর্সের পর ইমরান ফের বিয়ে করেন ২০১৫-য়, টেলিভিশন সঞ্চালক রেহাম খানকে। ১০ মাস পরেই ভেঙে যায় য়েই বিয়ে। অবশেষে তিন নম্বর বিয়ে করলেন প্রাক্তন পাক ক্রিকেটার ও রাজনৈতিক নেতা ইমরান খান। বেশ কিছুদিন ধরেই তাঁর সঙ্গে বুশরা মানেকার সম্পর্ক নিয়ে গুজব শোনা যাচ্ছিল। পঞ্চাশ ছুঁই ছুঁই বুশরা মানেকারও অবশ্য এটা প্রথম বিয়ে নয়, আগের বিয়ে থেকে তাঁর ৫টি সন্তান রয়েছে। এক বছরের বেশি সময় ধরে ইমরান তাঁর কাছে যাতায়াত করছেন ধর্মীয় পরামর্শের জন্য। সেভাবেই ঘনিষ্ঠ হন তাঁরা, তারপর বুশরা স্বামীকে ডিভোর্স দিয়ে গত মাসের শুরুতে রেজিস্ট্রি বিয়ে করে নেন ইমরানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *