October 24, 2024

নাচেগানে কবিতায় রঙিন হয়ে উঠলো কালিয়াগঞ্জের বসন্ত উৎসব

1 min read

তপন চক্রবর্তী (বর্তমানের কথা) : বৃহস্পতিবার রঙের উৎসব বসন্ত উৎসব নাচে গানে রঙবেরঙের আবিরে রঙিন হয়ে উঠলো।বৃহস্পতিবার সকাল হতেই কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ও লায়ন্স ক্লাবের সহযোগিতায় কালিয়াগঞ্জ মহেন্দ্র গঞ্জ নাট মন্দির যেন এক কথায় বৃন্দাবন ধামে পরিণত হয়েছিল।সকালে নাটমন্দির থেকে অজস্র ক্ষুদে ক্ষুদে রাধা কৃষ্ণ সহ যোগে নৃত্য ও সঙ্গীতের মূর্ছনায় কয়েক হাজার আট থেকে আশি সহযোগে সারা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।পথ পরিক্রমার পর শুরু হয় নাটমন্দির প্রাঙ্গনে কালিয়াগঞ্জের বিভিন্ন নৃত্য ও সঙ্গীত বিদ্যালযের ছাত্রছাত্রী ও সঙ্গীত শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা দর্শনীয় ও শ্রুতিমধুর নৃত্য ও সঙ্গীতে উপস্থিত দর্শকদের কয়েক ঘন্টা মাতিয়ে রাখে।

কালিয়াগঞ্জের ক্ষুদে ক্ষুদে কচিকাঁচা নৃত্য শিল্পীদের সাথে বড় মেয়েরাও কলকাতার নৃত্য শিল্পীদের চেয়ে কোন অংশেই কম নয় তা প্রমাণের অপেক্ষা রাখেনা।কালিয়াগঞ্জের বসন্ত উৎসব কমিটির প্রভাত পথ পরিক্রমার পুরোভাগে ছিলেন কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহ,জাকারিয়া,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,সমাজসেবী জয়ন্ত সাহা,সমাজ সেবী ঈশ্বর রজক,কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সম্পাদক দিব্যেন্দু চৌধুরী,বসন্ত উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক অরুন বোস, সুদীপ ভট্টাচার্য,মনমোহন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী,মিহির কুন্ডু,দিলীপ কুন্ডু,চিন্ময় দেবগুপ্ত,স্বরূপ বসাক সহ বিশিষ্ট বক্তিগন।বসন্ত উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক অরুন বোস তার বক্তব্যে বলেন সপ্তম বর্ষের এই বসন্ত উৎসবে কালিয়াগঞ্জের বেশ কিছু অবাধ্য ছেলেমেয়েরা এই উৎসবকে কালিমালিপ্ত করবার জন্য নানাভাবে চেষ্টা করছিল।বারবার তাদের সাবধান করবার পরেও তারা আবির খেলার নাম করে দৃষ্টি কটু কাজ করছিল তা সবাইকেই অতিষ্ট করে তোলে।এই আচারন কোনভাবেই কাম্য ছিলনা।এই ধরনের বসন্ত উৎসব করে দুর্ণামের ভাগী হবার চেয়ে বরং আমরা এই নিয়ে আলোচনা করেই পরবর্তীতে সিদ্ধান্ত নেব।আমরা কিছুতেই এসব নেন নিতে পারিনা।বসন্ত উৎসবে অংশগ্রহনকারী সমস্ত শিল্পিদের হাতে বিদ্যালয়কে কমিটির পক্ষ থেকে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়।এখানেই শেষ নয় বসন্ত উৎসব করার জন্য কালিয়াগঞ্জের সরকারি বিভিন্ন দপ্তর, ব্যবসায়ী সমিতি,কালিয়াগঞ্জ প্রেস ক্লাব,কালিয়াগঞ্জ থানাকেও পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *