December 5, 2024

তবে কি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন না রণবীর? ঃঃ বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন ঃঃ

1 min read
বর্তমানের কথা : কাঁধে গুরুতর চোট রণবীরের।  তবে কি
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন না  রণবীর?অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, ”একটা ফুটবল ম্যাচ খেলার সময় রণবীর
সিংয়ের কাঁধে এই চোট লেগেছে। চিকিৎসক তাঁকে একমাস বিশ্রাম নিতে বলেছেন।

যদিও তিনি এর জন্য ‘গলি বয়’ এর শ্যুটিং বন্ধ করেননি। শ্যুটিংয়ের সিডিউল
মতোই কাজ করছেন রণবীর।জানা গিয়েছে, অনুষ্ঠানে
মাত্র ১৫ মিনিট পারফর্ম করার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
তবে রণবীরের এই আহত হওয়ার খবরে হতাশ তাঁর ভক্তরা।  তবে তিনি এবারে আইপিএলের উদ্বোধনিতে  পারফর্ম করবেন কিনা সেবিষয়ে তিনি
চিকিৎসকের পরামর্শ মতোই  সিদ্ধান্ত নেবেন।”

আগামী ৭ এপ্রিলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী
অনুষ্ঠানে রণবীর সিংয়ের পারফর্ম করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *