December 5, 2024

সমস্ত সরকারি অফিসে আম্বেদকরের মূর্তি বাধ্যতামূলক

1 min read

বর্তমানের কথা ঃ 
উত্তরপ্রদেশের
স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং জানিয়েছেন, ১ এপ্রিল থেকে এই নিয়ম
জারি করা হবে ৷ রাজ্যের প্রতিটি সরকারি অফিসে আম্বেদকরের মূর্তি রাখা
বাধ্যতামূলক বলেও জানালেন তিনি ৷ একইসঙ্গে এদিন তিনি বিরোধী দলগুলিকে
আক্রমণ করেন ৷
 

যদিও
আচমকা নাম পরিবর্তন ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ ছাড়া আর কিছুই নয় ৷ এমনটাই
দাবি বিএসপি প্রধান মায়াবতীর ৷ তিনি বলেন, দলিতদের ভোট টানতেই এই
সিদ্ধান্ত যোগী প্রশাসনের ৷ অপরদিকে সপার দাবি, ২০১৯ সালের লোকসভা
নির্বাচনের আগে নিজেদের দলিত দরদি হিসেবে তুলে ধরতেই এই কাজ করেছে বিজেপি ৷


6 thoughts on “সমস্ত সরকারি অফিসে আম্বেদকরের মূর্তি বাধ্যতামূলক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *