২০১৭সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদিনের ক্রিকেটে ১৯টি ইনিংসে
একবারই চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। সাধারণত ৬ কিংবা ৭ নম্বরেই ব্যাট
করতে দেখা যায় এমএসডিকে। ফিনিশার হিসেবে বরাবরাই দেখা গেছে মাহিকে।চেন্নাই
সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ” ধোনি সম্ভবত ব্যাটিংয়ে উপরের
দিকে নামতে পারে। তবে সব কিছুই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। মিডল অর্ডারে ব্যাটিং করার
জন্য কেদার যাদব, আম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো আছে।