December 27, 2024

তৃনমূল সুনামী মিছিলে বিরোধী শুন্য করার ডাক তৃনমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষের

1 min read
তন্ময় চক্রবতী। শঙ্কর গুপ্তা ঃ- রাজ্যের
মূখ্যমন্ত্রীর করা গ্রামবাংলার উন্নয়নের কাছে
আজ পঞ্চায়েত
নিবাচনের আগেই
হেরে বসে
গেছে বিরোধীরা
তাই তারা
গ্রাম থেকে
শহরে সন্ত্রাসের
বাতাবরন করে
মানুষের রায়
কে ছিনিয়ে
নিতে চাইছে
বন্ধুকের নল
দিয়ে
মানুষ এর
বরদ্দাস্ত করবে না এর উচিত জবাব
দিবে জনগন
তাদের পঞ্চায়েত
ব্যালাটে


আজ উত্তর
দিনাজপুর জেলার
কালিয়াগঞ্জের নাট মন্দির থেকে বিজেপি
কংগ্রেস
সিপি আইএম
এর সন্ত্রাসের
প্রতিবাদে একটি বিশাল মিছিল কালিয়াগঞ্জ
শহর পরিক্রমা
করার পর
এক সাক্ষাৎকারে
একথা বলেন
রাজ্য তৃনমূল
কংগ্রেসের সম্পাদক অসীম ঘোষ 
তিনি বলেন
সন্ত্রাস
ভয় দেখিয়ে
মানুষের রায়
কে কেড়ে
নেওয়া যায়
না মানুষের
হাত পেতে
হলে মানুষের
কাছে পৌচ্ছে
যেতে 
উন্নয়নের মধ্যে দিয়ে যেভাবে
মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজীর নেতৃত্বে রাজ্য
জুরে গ্রাম
বাংলার উন্নয়ন
হচ্ছে তাতে
বিরোধীদের সন্ত্রাস ছাড়া আর কিছুই
এখন অস্ত্র
নেই তাই
তারা যেন
তেন প্রকারে
মানুষের রায়
নিতে অস্ত্র
হাতিয়ার করছেন
অসীম
ঘোষ হুশিয়ারি
দিয়ে বলেন
এবারের পঞ্চায়েত
বুলেটে নয়
জবাব দিবেন
ব্যালটেতাই এবার
বিরোধী শুন্য
পঞ্চায়েত করতে
মানুষকে এগিয়ে
আসার আহব্বান
জানানতিনি বলেন
সাম্প্রদায়িক বিজেপি জেনে গেছে তারা
এবার হাইছেই
তাই তারা
ভারাটে গুন্ডা
বাহিনী এখন
থেকে ব্যাবহার
করতে শুরু
করে দিয়েছে
তৃনমূলের বাড়ি
আক্রমণ করার
মধ্যে দিয়ে তিনি
বলেন বাংলার
মাটিতে মানুষকে
ভয় দেখিয়ে
সন্ত্রাস সৃষ্টি
করে মানুষের
অপন হওয়া
যায় না তাই
তারা যেভাবে
সন্ত্রাস সৃষ্টি
করেছে তাতে
আগামী দিনে  পঞ্চায়েতের
জয় শুধুমাত্র
সময়ের অপেক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *