January 11, 2025

সংবাদ মাধ্যমের উপর আক্রমণ রুখতে এবং বিভিন্ন দেশের সঙ্গে সৌভ্রাত্বিতের মেলবন্ধন গড়ে তুলতে সংঘবদ্ধ হতে চলেছেন পৃথিবীর একাধিক রাষ্ট্রের সাংবাদিক

1 min read
রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃইসলামপুর:ভারতে সাংবাদিক নিগ্রহ হলে তার প্রতিবাদে সরব হবেন
বাংলাদেশ সহ অন্যান্য বেশ কয়েকটি রাষ্ট্রের সংবাদমাধ্যম।একই রকম ভাবে অন্য দেশে
সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ জানাবেন ভারতের বিভিন্ন জায়গার সংবাদ কর্মীরা।

এই
ভাবনাকে সঙ্গী করেই বিভিন্ন দেশের সাংবাদিকদের এক সূত্রে বাঁধতে এবং মেলবন্ধন
ঘটাতে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে আলোচনা ও মত বিনিময় সভায় অংশ নিলেন বাংলাদেশের
কুষ্টিয়া জেলার জার্নালিস্ট ইউনিয়ন এর সাধারণ সম্পাদক
,কুষ্টিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি তথা ফোটো জার্নালিস্ট
এসোসিয়েশনের সভাপতি এবং লেখক জামিল হাসান খান খোকন। ।

প্রেস ক্লাব গুলিকে ইউনাইটেড
করার উদ্যেশ্যে আহ্বান জানালেন তিনি।ইতিমধ্যেই তাজাকিস্থান
,উজবেকিস্তান,বাংলাদেশ, নেপাল সহ একাধিক দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছেন।তারা গঠন
করেছেন ইউনাইটেড প্রেস ক্লাব।সেখানে সোসাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশের
সাংবাদিকরা একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন। 

ইতিমধ্যেই ভাবের আদান প্রদানের
পাশাপাশি সৌভ্রাতিত্বর মেল বন্ধন গড়ে তুলেছেন তারা। ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবকে
বাংলাদেশে যাবার আমন্ত্রণ জানান তিনি।প্রতিবেশী রাষ্ট্র গুলির সাংবাদিকদের
ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাবার পাশাপাশি সাংবাদিকদের নিগ্রহের বিষয়েও প্রতিবাদ
জানান তিনি।সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন দেশে সেমিনার করার বিষয়ে আগ্রহ প্রকাশ
করেন জামিল হাসান খান খোকন।

এখন থেকে ভারতে সাংবাদিক নিগ্রহের বিষয়ে প্রতিবাদে সরব
হবে বাংলাদেশের সাংবাদিকরা।এই বার্তাই মূলত দিয়ে গেলেন তিনি।সেক্ষত্রে ভারতেও
একইরকম ভাবে বাংলাদেশে নিগৃহীত সাংবাদিকদের বিষয়ে প্রয়োজনে প্রতিবাদে মুখর হয়ে
উঠবে।এদিন মহকুমা প্রেস ক্লাবে ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক কাজল মন্ডল
,সহ সভাপতি সুশান্ত নন্দী,কার্যকরী সদস্য রণজিৎ যাদব ও সদস্য তুষার কান্তি বিশ্বাস এবং
আমন্ত্রিত লেখক নিশিকান্ত সিনহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *