October 26, 2024

উত্তরদিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের ব্যপক কর্মকান্ড

1 min read
তপন চক্রবর্তী--সারা রাজ্যের সাথে উন্নয়নের কর্মকান্ডে পিছিয়ে থাকা ,উত্তরদিনাজপুর জেলার জেলা প্রশাসন ব্যপক  উন্নয়নমূলক কাজ করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা যায়। 
  উত্তরদিনাজপুর জেলায় 100দিনের কাজের জন্য 524কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়।মোট শ্রম দিবস এর জন্য সৃষ্টি হয়েছে 2কোটি 27 লক্ষ্য। উত্তরদিনাপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় এই জেলায় গ্রামীন আবাস যোজনায় জেলার 97 হাজার মানুষ অভাবনীয় ভাবে উপকৃত হয়েছে বলে জানা যায়। উত্তরদিনাজপুর জেলায়  গ্রামীন সড়ক যোজনা প্রকল্পে মোট 660 কিমি সড়ক নির্মাণ করা হয়েছে।অতিরিক্ত আরো 645 কিমি সড়ক সংস্কারের কাজ চলছে বলে জানা যায়।উত্তরদিনাপুর জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায় জেলায় সমব্যাথি প্রকল্পে 4হাজার 370 জন উপকৃত হয়েছে । উত্তরদিনাজপুর জেলায়   রাজ্যের অত্যন্তই জনপ্রিয় প্রকল্প  বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন সবুজ সাথী প্রকল্পে 2লক্ষ 17 হাজার সাইকেল দেওয়া হয়েছে।  উত্তরদিনাজপুর জেলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি র স্বপ্নের প্রকল কন্যাশ্রী প্রকল্পে উত্তরদিনাজপুর জেলায় 1লক্ষ 65 হাজার ছাত্রী এই প্রকল্পের আওতায় এসেছে বলে জানা যায় উত্তরদিনাজপুরের রায়গঞ্জে 1টি বিশ্ববিদ্যালয় হয়েছে যা এই এলাকার উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি এই সরকারের বড় সাফল্য।রায়গঞ্জ এবং ইসলামপুরে দুটি মাল্টিসুপার হাসপাতাল হয়েছে। যা এমস নামক হাসপাতালটি হলে উত্তরপুর্বাঞ্চলের মানুষের আরো অনেক বেশি স্বাস্থা পরিষেবা পেতে পারত। জানা যায় আনুমানিক 10হাজার ভূমিহীন পরিবারের হাতে নিজ গৃহ নিজভূমি প্রকল্পের মাধ্যমে পাট্টা দেবার ব্যবস্থা করা হয়েছে।এসব ছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে দরিদ্র মানুষদের জীবিকার স্বার্থে 13লক্ষ 4হাজার হাঁস মুরগি পালন করবার ব্যবস্থাকরে স্বনির্ভর হবার সুযোগ করে দেওয়া হয়েFছে বলে জানা যায়।জানা যায়2লক্ষ 35 হাজার তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের  সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানা যায়।উত্তরদিনাজুর জেলার মানুষদের অন্য বিষয়ে কিছু কিছু ব্যাপারে ক্ষোভ থাকলেও জেলার সার্বিক উন্নয়নের ব্যাপারে অধিকাংশ মানুষ খুশি বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *