December 5, 2024

৮ ই মে বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনিল কন্যা সোনম কাপুর:

1 min read
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল সোনম- আনন্দ ওয়েডিং – সোশাল মিডিয়া পুরো সরগরম ছিল ।অবশেষে জানা গেল আগামী ৮ ই মে কন্যা-  জামাইয়ের চার হাত এক করতে চলেছেন  এভারগ্রীন বলিউড অভিনেতা অনিল কাপূর । লন্ডনের ফ্যাশন ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে সংসার পাততে চলেছেন এই অভিনেত্রী। প্রথমে এই গ্র্যান্ড ওয়েডিং সুইজারল্যান্ডে হওয়ার কথা থাকলেও সোনমের দিদিমা অসুস্থতার জন্য ট্রাভেলিং করতে না পারায় এই বিয়ে হতে চলেছে সোনম কাপুরের দিদিমার বান্দ্রার বাংলো থেকে। সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে মুম্বইয়ের একটি রাজকীয় হোটেলে । দুই বাড়ির তরফে কোন নিমন্ত্রণ পএ করা হয়নি তার বিশেষ কারন কনে – জামাই দুজনেই ‘ কাগজ বাচাঁনোর ‘ পক্ষে। ই- ইনভাইটেশন পাঠানো হচ্ছে বলেই জানা যাচ্ছে। সোনম কাপুরের  সঙ্গীতে নাচতে দেখা যাবে রনবীর কাপূর, অর্জুন কাপুর ও বিশেষ আকর্ষণ জানহবী কাপূরকে সদ্য প্রয়াতা শ্রীদেবীর গানে– । এই তারকাদের কোরিওগ্রাফি করছেন বলিউড কোরিওগ্রাফার ফারহা খান। সোনম ও আনন্দ দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আছেন। সুত্রের খবর, লন্ডনের নোটিং হিলে দুজনে একটি বাংলো কিনেছেন ।গাঁটছড়া বাঁধার পর বলিউড অভিনেত্রী সেখানেই থাকবেন মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *