December 5, 2024

ইসলামপুর:চোপড়ার ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের কাঠালডাঙ্গী গ্রামের কংগ্রেসের প্রার্থী মামুনি দাস এর ঘরবাড়ি ভেঙে লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

1 min read
ইসলামপুর:চোপড়ার ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের কাঠালডাঙ্গী গ্রামের কংগ্রেসের প্রার্থী মামুনি দাস এর ঘরবাড়ি ভেঙে লুটপাট চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা যায় নমিনেশনর পর থেকেই কংগ্রেসের প্রার্থী মামুনি দাস কে প্রতি দিন বাড়িতে এসে হুমকি দেওয়া হচ্ছিল যেন সে নাম তুলে নেয়। গতকাল দিনের বেলাতেও কিছু লোক জন এসে শাসিয়ে যায় যে  নাম প্রত্যাহার না করলে বাড়িতে ভাংচুর, লুটপাট চলবে। ভয়ে তারা অন্যত্র চলে যায়। এদিন গভীর রাতে তৃণমূলের  দুষ্কৃতীদের একটি দল মামুনি দাসের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘরের সমস্ত কিছু ভেঙে লুটপাট করা হয়।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানান,ভোটের আগে তৃণমূল কংগ্রেস যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে।বিরোধী দলের প্রার্থীদের নাম তুলে নেবার জন্য প্রথমে চাপ সৃষ্টি করছে এবং পরে নাম প্রত্যাহার না করলে হামলা করছে।যদিও এবিষয়ে কিছুই জানা নেই বলেই জানান চোপড়ার যুব তৃণমূল কংগ্রেস নেতা জাকির আবেদীন।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *