October 26, 2024

ভোটের দিন অনিশ্চিত হলেও পঞ্চায়েতের প্রার্থীদের প্রচারে কোন খামতি নেই উত্তর দিনাজপুর জেলায়-

1 min read

              
তপন  চক্রবর্তীউত্তরদিনাজপুর :–  সারা
রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন আজও অনিশ্চিত
হলেও কি হবে বিভিন্ন
রাজনৈতিক দলের ভোট প্রার্থীরা
কিন্তূ হাল ছেড়ে দিয়ে
বসে নেইরাজনৈতিক
দলের নেতৃত্বদের বক্তব্য রাজ্য প্রশাসনের কাজ
রাজ্য সরকার করছেতাই আমরাইবা আমাদের
প্রচারের কাজ বন্ধ করে
রাখবো কেন? ভোট নাহয়ে
যাবে কোথায়আমরা
নিশ্চিত আগামী ১৪ই মে
তেই পঞ্চায়েত নির্বাচনের ভোট হচ্ছে

উত্তরদিনাজপুর জেলার  সর্বত্র
বাম কংগ্রেসকে পিছে
ফেলে তৃণমূল কংগ্রেসকে বি
জে পির সাথেই যে
লড়তে হবে শাসক তৃণমূল
তা হারে হারে  বুঝতে পেরেছে
পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ শহরে থেকে
বুঝতে না পারা গেলেও
আশপাশের গ্রামে গেলে বোঝা
যায় কি হারে পঞ্চায়েত
ভোটের উত্তাপ বেড়ে গেছ
উত্তর দিনাজপুর জেলার সর্বত্র
গ্রামে গঞ্জে শুরু হয়েছে  ভোট
উৎসব
এই
গ্রামীন ভোট উৎসবকে কেন্দ্র
করে গ্রামে গঞ্জের পঞ্চায়েত
দখল নিতে সব রাজনৈতিক
দল প্রচারে নেমে পড়েছে নাও
খাওয়া ভুলেবিরোধী
শিবিরের বক্তব্য এবারের পঞ্চায়েত নির্বাচন
তারা চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে শাসক ত্রিনমূল
কংগ্রেসকে বিনা যুদ্ধে এক
ইঞ্চি জমিও   ছেড়ে
দেবেনা কোন অবস্থাতেই[ব্লক কংগ্রেসের সভাপতি
তথা কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ
রায় বলেন কালিয়াগঞ্জ ব্লকের
৮টি গ্রাম পঞ্চায়েতের কোন
একটি একটি গ্রাম পঞ্চায়েতের
দখল বিগত ২০১৩ সালের
পঞ্চায়েত  নির্বাচনে
শাসক তৃণমূল কংগ্রেস কি
নিতে পেরেছিল?পারেনিমানুষ
তাদের একটি ভোট
দেয়নিঅথচ
সব গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত
সমিতি, জেলা পরিষদ তাদের
দখলে


এক অদ্ভুত ধরনের রাজনৈতিক
দল যারা সরা সরি
মানুষের আশির্বাদ নিতে ভয় পেয়ে
থাকেগরু
কেনাবেচার মত সব কিনে
নিয়ে এই দল সব
কিছু দখল করে থাকেএবার
তাই ভেবে লোক
দেখাতে ভোটের ময়দানে নেমেছেকিন্তূ
মানুষ এবার অন্য ভাবছেগ্রামের
মানুষ এবার সজাগতারা শাসক দলের
কোন প্ররোচনায় এবার ওরা পা  দেবেনা
বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেবিজেপি নেতা প্রদীপ
সরকার বলেন মনোনয়ন পত্র
যখন জমা দিয়েছি তখন
ভোট এবার করিয়েই ছাড়বোগ্রাম
বাংলার মানুষের আশীর্বাদে উত্তরদিনাজপুর জেলার জেলা পরিষদের
বেশ কিছু আসনের সাথে
কালিয়াগঞ্জ ব্লকের তিনটি জেলা
পরিষদ আসনের সব কয়টিই
বিজেপির প্রাথীরা জয়ী হবে বলে
অত্যন্ত আত্ম বিশ্বাসের সাথে
প্রদীপ সরকার জানানবুধবার তিনি কালিয়াগঞ্জ  ব্লকের
১৮নম্বর জেলা পরিষদের আসনের
প্রার্থী সবিতা সরকারের প্রচারে
প্রার্থীকে নিয়ে প্রচারে নেমেছিলেন

প্রদীপবাবু
বলেন মানুষ শাসক দলের
অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেমানুষ
এবার এদের হাত থেকে
পরিত্রাণ পাবার পথ খুঁজছেপ্রদীপ
বাবু বলেন কালিযাগঞ্জের অনেক
হেভিওয়েট প্রার্থীদের রাতের ঘুম কেড়ে
নিয়েছে বিজেপি প্রার্থীরা
বাম ফ্রন্টের Kনেতা দেবব্রত সরকার
বলেন রাজ্যে  রাজ্য সরকার আছে
বলে মনে হয়নারাজ্য সরকার ২০১৩
সালের নির্বাচন কমিশন মীরা পান্ডের
কাছ থেকে কোন শিখায়
গ্রহণ করেনিএবার
এমন এক নির্বাচন কমিশনকে
চেয়ারে বসিয়েছে যাকে দিয়ে ইচ্ছামত
কাজ করবে ভেবে থাকলেও
তাকে নিয়ে একরকম রাজ্য
সরকার লেজেগবরে হয়ে গেছেদফায় দফায় উচ্চ
আদালতের কাছ থেকে নির্দেশ
পাবার কারনে পঞ্চায়েত নির্বাচন
নিয়ে বড়সড় প্রশ্ন দেখা
দিয়েছেযা
ভারতবর্ষের ইতিহাসে নজীর বলা যায়রাজ্যের
শাসক দল   পঞ্চায়েত
নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে
 যারা একটি পঞ্চায়েত নির্বাচন
সুষ্ঠভাবে করতে পারেনা তাদের
এক মুহূর্তের জন্য রাজ্যের ক্ষমতা
আঁকড়ে থাকা উচিত নয়
বলেই তিনি মনে করেন
কালিয়াগঞ্জের বাম নেতা ভারতেন্দ্র
চৌধুরী বলেন উন্নয়নের দোহাই
দিয়ে রাজ্যের সর্বত্র অরাজকতা নামিয়ে এনেছে এই
সরকারমানুষ
শধু সুযোগের অপেক্ষায় মানুশের
সাথে সাথে শাসক দলের
প্রবল গোষ্ঠী দ্বন্দ
এদের তাড়াতে যথেষ্ট বলেই
তিনি মনে করেন
অপর দিকে তৃণমূল কংগ্রেসের
রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন
বাম,কংগ্রেস বিজেপি নেতারা
স্বপ্ন দেখছে তারা এবার
নাকি পঞ্চায়েত দখল করবেতিনি বলেন স্বপ্নদেখা
ভালো কিন্তূ
এই রাজ্যের বিরোধী দলগুলি সীমাহীন
স্বপ্ন দেখতে শুরু করে
দিয়েছেঅসীম
বাবু বলেন পঞ্চায়েতের মাধ্যমে
গ্রাম বাংলার মানুষ যে
সব সুযোগ সুবিধা পেয়েছে
যা কোন সরকারের আমলেই
পায়নিমানুষ
উন্নয়নের সাথে সাথে তারা
এই সরকারের আমলে কিকি সুবিধা
পেয়েছে তার হিসাব করে
দেখবে

তাই
বিরোধীরা যতই শাসক দলের
বিরুদ্ধে অপ প্রচার করুক
মানুষ সঠিক সময়েই তার
যোগ্য জবাব অবশ্যই দেবে
বলে অসীম বাবু মনে
করেনতিনি
বলেন কালিয়াগঞ্জ শুধু নয় উত্তরদিনাজপুর
জেলার সব জায়গাতেই তৃণমূল
দলের ফল বিরোধী দলগুলোকে
আরো ছন্ন ছাড়া করে
দেবেকালিয়াগঞ্জ
ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি
দধি মোহন দেবশর্মা বলেন
কালিয়াগঞ্জ ব্লকের সব অঞ্চলেই
তৃণমূল এই নির্বাচনে আশাতীত
ফল করবে

প্রতিটি
অঞ্চলেই তৃণমূলের হয়ে যুবক যুবতীরা,
মহিলা সংগঠনের কর্মীরা দিনরাত এক করে
কাজ করছে যা দেখে
নিশ্চিত ভাবেই বলা যায়
কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত গ্রাম
পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি জেলাপরিষদের
আসন তৃণমূলের দখলেই যাবেতৃণমূলের বিরুদ্ধে  বিরোধীদের
আনা কুৎসা,অপপ্রচার এসবের
সমস্ত জবাব মানুষ আর
কয়েকটা দিন পরেই ভোট
বাক্সেই দেবেএকটু
অপেক্ষা করতে বলবো বিরোধীদেরবুধবার
ইটা হারের বিভিন্ন এলাকায়
তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রাথী
তথা জেলার তৃণমূল সভাপতির
কন্যা পূজা আচার্য বলেন
তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছেনমানুষ
যে তাকে আশির্বাদ করবেন
ব্যপারে নিশ্চিত ভাবেই তিনি মনে
করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *