October 26, 2024

বালুরঘাটে আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

1 min read
বর্ণালি সরকার, বালুরঘাটঃ আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছর ৮ই মে এই দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়ে এসেছে। যথাযথ ভাবে দক্ষিণ দিনাজপুরেও পালন করা হল থ্যালাসেমিয়া দিবস। এদিন বাউল, বোল্লা ও বালুরঘাটের বেশ কয়েকটি জায়গায় পড়ুয়াদের তইরি স্বেচ্ছাসেবী সংস্থা উন্মীলনের উদ্যোগে প্রচার অভিযান চালানো হয়। বিভিন্ন স্কুলে, বাজারে প্রচারপত্রের মাধ্যমে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করে।

প্রসঙ্গত, থ্যালাসেমিয়া একটি জিনগত অর্থাৎ বংশগত রোগ। যে রোগের ফলে রোগীর দেহে হিমোগ্লোবিনের অভাব দেখা দেয়। বিবাহ পূর্বে অনেকক্ষেত্রেই রক্তের নমুনা পরীক্ষা না করার ফলে স্বামী-স্ত্রী দুজনেই এই রোগের আক্রান্তের শিকার হয়। যার ফসল গুনতে হয় সদ্য জন্মানো শিশুকে। এ জেলায় প্রায় ২৫০জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী রয়েছে।
এবিষয়ে সংগঠনের তরফে কলেজ পড়ুয়া দেবাশীষ সরকার জানান, “জেলা জুড়ে এই রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে যা আগামী দিনে ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে এবিষয়ে আমরা সেভাবে প্রচার দেখতে  পাই না। তাই নিজেদের উদ্যোগেই মানুষের মধ্যে সচেতন বার্তা ছড়িয়ে দেওয়া হল আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *