October 26, 2024

কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে অত্যাধুনিক পৌর বাজারের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে-

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর- উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত কালিয়াগঞ্জ পৌর বাজারের  অত্যাধুনিক বাজার নির্মাণের কাজ কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে দ্রুত গতিতে চলছে।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক পাল এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ পৌর বাজারের পরিকাঠামো বলতে কিছুই ছিলনা।গুরুত্বপূর্ন বাজারটিতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই সমস্যায় পড়তে হত।বাজারের মধ্যে বর্ষায় জল কাদা থাকায় বাজারে আসা ক্রেতাদের ভীষন সমস্যার মধ্যে পড়তে হয়।
আমরা কালিয়াগঞ্জ পৌরসভার ক্ষমতায় আসার পর প্রথমেই ঘোষণা করেছিলাম কালিয়াগঞ্জ পৌর বাজারকে অত্যাধুনিক বাজারে রূপান্তর করে কালিয়াগঞ্জ বাসীকে উপহার দেব।পরবর্তীতে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা বিএডিপি ফান্ড থেকে দুইকোটি পঁচিশ লক্ষ্য া টাকা কালিয়াগঞ্জ পৌর বাজার নির্মাণের জন্য পাই।পৌরপিতা কার্তিক বাবু বলেন একটি অত্যাধুনিক বাজারে যা যা থাকে এই বাজারেও সেসব থাকবে।আমরা আশা করছি যে ভাবে কাজ চলছেতাতে করে আগামী এক বছরের মধ্যে অত্যাধুনিক বাজার নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে তার বিশ্বাস।কালিয়াগঞ্জ শহরের অধিকাংশ মানুষ পৌরসভার এই অসাধারণ উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে।কালিয়াগঞ্জ শহরের বিদ্যুৎ বিকাশ ভদ্র এক প্রশ্নের উত্তরে বলেন কালিয়াগঞ্জ স্টেশন বাজার নামেই একটি বাজার ছিল।বাজার করতে গিয়ে মানুষ চরম অসুবিধার শিকার হতেন।এই বাজার নির্মাণ সম্পুর্ন হলে একদিকে যেমন বাজারের ক্রেতা ও বিক্রেতারা উপকৃত হবে তেমনি কালিয়াগঞ্জ শহরের চেহারা অনেকটাই পরিবর্তন হবে বলে জানান।তিনি বর্তমান পৌরসভার কাজ পাগল পৌরপতির এই উদ্যোগকে স্বাগত জানান। শহরের মারওয়ারী পট্টির বাসিন্দা রাজকুমার  জাজদিয়া বলেন অত্যাধুনিক বাজার নির্মাণের ফলে কালিয়াগঞ্জ শহরের মানুষ ভীষণভাবে উপকৃত হবে।তাই পৌরসভার এই উদ্দ্যোগ কে তিনি সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *