October 26, 2024

বামের ভোট রামে কেন? দুশ্চিন্তায় কেন কালিয়াগঞ্জের তৃনমূল ?

1 min read

তন্ময়
চক্রবর্তী :
– রাজ্যে বিজেপি-র ভোট বাড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে উদ্বেগ। কী করে ঠেকানো যায় বিজেপি-কে। তার উপার বের করতে তৎপরতা তুঙ্গে। বিজেপিকে ঠেকানোর তেমনই দাওয়াই এবার তৃণমূল নেতা কালিয়াগঞ্জের ব্লক তৃনমূলের সভাপতি  দোধী মোহন দেবশর্মার ।

বামের ভোট  রামে চলে যাওয়ায়
নিশ্চিন্ন কালিয়াগঞ্জে সিপিএম ফলে
কার্যত হতাশ কালিয়াগঞ্জে ঘাষফুল
শিবিরেওআগামী
দিনে তার সঠিক তদন্ত
করে এই ব্যাপারে দল
কড়া পদক্ষেপে নিবে সাংঘঠনিক ভাবে
বলে জানালেন কালিয়াগঞ্জের ব্লক তৃনমূলের সভাপতি  দোধী
মোহন দেবশর্মা

কালিয়াগঞ্জের ব্লক তৃনমূলের সভাপতি  দোধী মোহন দেবশর্মা
তিনি
বলেন যারা কথায় কথায়  সোনিয়া গান্ধী,রাহুল গাদ্ধী
লেনিন এর কথা বলে
তারা আজ রামের দলেএই
থেকেই বোঝা যায় তাদের
দল কতটা শৃক্ষলাবদ্ধ কতটা
সাম্প্রদায়িকদোধী
বাবু বলেন কালিয়াগঞ্জে এমন
খারাব ফল করবে তৃনমূল
কংগ্রেস তা বোঝা যায়
নি১৮
নং আসনে যে ভাবে
তাদের দলের নেতা অসীম
ঘোষ হেরেছে তা খুব
দুঃখ জনক 

তিনি
বলেন কালিয়াগঞ্জের সি পি আইএম
কংগ্রেস রাতারাতি রামের ভক্ত হয়ে
বিজেপিকে ভোট দিয়েচ্ছেকারন বুথ ভিত্তিক
ভোট পর্যালোচনা করলে দেখা যাবে
যে যেখানে কংগ্রেস
সিপি আইএম এর বেশী
ভোট পাওয়ার কথা সেখানে
বিজেপি অনেক ভোট পেয়ে
গিয়েছে তাহলে এর থেকেই
বোঝা যায় তাদের ভোট
গেল কোথায়কংগ্রস
সিপি আইএম এর
মিলিত ভোট একত্রিত হয়ে
রামে চলে যাওয়ার জন্য
গ্রামপঞ্চায়েতে তৃনমূলের ব্যাপক পরাজয় হয়েছেদোধী
বাবু বলেন এর জন্য
তৃনমূলের সংঘটনিক শক্তি কোন ভাবে
দায়ী নয়তবে
গ্রামপঞ্চায়েতে জেলা পরিষধের
১৮ নং আসনে হারের
কারন অবশ্যই পর্যালোচনা করবে
দল কালিয়গঞ্জের
তৃনমূলের গোষ্টীবাজি নিয়ে প্রশ্ন  করা হলে তিনি
বলেন এখানে কোন গোষ্টীবাজি
নেই এখানে সবাই এক
হয়ে তৃনমূলের হয়ে কাজ করছেসেটা
রটানো হয়েছে সেটা সম্পূর্ণ  ভুয়োআগামী
দিনে জেলা পরিষধের সভাধিপতির
কে হবে ব্যাপারে
প্রশ্ন করা হলে তিনি
বলেন এই জেলার শেষ
কথা বলবে তাদের দলের
নেতা জেলা সভাপতি অমল
আচার্য্য উনি
যদি চায় পূজা আচার্য্য
কে জেলা সভাধিপতি করে  তাহলে তার
কোন আপত্তি নেই বলে
পরিস্কার জানিয়ে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *