October 26, 2024

দেরি হলেও অবশেষে আসতে চলেছে বর্ষা

1 min read
দেরি হলেও অবশেষে আসতে চলেছে বর্ষা।  আন্দামান-নিকোবর  হয়ে মৌসুমি বায়ু বৃষ্টি নিয়ে ঢোকে বাংলায়। তাই বঙ্গবাসীর চোখ থাকে আন্দামান-নিকোবর-এর আবহাওয়ার ওপর। কিন্তু এবার কিছুটা বিলম্ব হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল বাঙালির কপালে। চারদিনের দেরি হলেও, বৃহস্পতিবার আশার আলো দেখিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।মৌসম ভবন এদিন পূর্বাভাস দিয়েছে, শনিবারের মধ্যেই বর্ষা যাত্রা শুরু করবে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে।
 তার আগেে শুক্রবার থেকেই নিকোবরে নামবে প্রাক্‌বর্ষার বৃষ্টি।অন্যদিকে, আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে ভারি থেকে অতি বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *