October 23, 2024

গ্রামে উন্নয়নের জোয়ার এতটাই যে ৯০বছরের কাঞ্চবালা আজও বঞ্চিত বৃদ্ধাভাতা ও সমস্ত সরকারি সুযোগ থেকে

1 min read

তপন চক্রবর্তীউত্তরদিনাজপুরপশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকারের উন্নয়নের জোয়ারে গ্রাম বাংলার হতদরিদ্র মানুষেরা নাকি ভাসছেঅথচ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকল গ্রাম পঞ্চয়েতের দুর্গাপুর গ্রামের ৯০ বছরের বৃদ্ধা জীবনের শেষ বেলায় এসেও মামাটিমানুষের সরকারের দেওয়া বৃদ্ধাভাতা থেকেই শুধু বঞ্চিত যে তা নয়, কাঞ্চবালা রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত?রবিবার সকালে ধনকোলের দুর্গাপুর থেকে প্রতিদিনের মতই বগল দাবায় লাঠিতে ভর করে  
কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে ভিক্ষা বৃত্তি করে বেড়াচ্ছিল হটাৎ করেই এই প্রতিবেদকের দৃষ্টিতে পরে যায় ৯০বছরের বৃদ্ধাবৃদ্ধাকে প্রশ্ন করে জানা যায় তিনি অনেকবার ডালিমগায় অবস্থিত ধনকোল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তার এই চরম সমস্যার কথা বলেছিলকিন্তু গ্রাম পঞ্চা
য়েতের পক্ষ থেকে তাকে কোন গুরুত্ব দেওয়া হয়নি বলে জানালেন৯০ বছরের বৃদ্ধা জানান সরকার থেকে আমাদের মত হত্দরিদ্রদের জন্য সব সুযোগ সুবিধা এলেও আমি শেষ বয়সেও কিছু পেলাম না কেন? আক্ষেপ করে বলতে থাকে আর কবে পাব বেটাশরীর চলেনা,জোর করে এই শরীর নিয়ে পেটের তাগিদে ইচ্ছা না থাকলেও আসতে হয়8 করবো বসিল বেটাকে দেখবে আমাকেযাদের দেখার কথা তারাই দেখেনাপাঁচ ছেলের মধ্যে দুই বেটা মরি গেলতিন বেটার মধ্যে এক বেটা কাশ্মীরে কারখানায় কাজ করে,আরেক 
বেটা 
হিমাচল প্রদেশে কাজ করে কিন্তু কেউ এই ৯০বছরের মাকে দেখেনাআর এক বেটা অসুস্থ হয়ে পড়ি আছেআমি ভিক্ষা করে না নিয়ে গেলে অসুস্থ বেটা আর আমি কি খাম?কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক মঃ জকারিয়া সম্পর্কে বলেন আমার এই বেটার কাছে অফিসে গেলে আমাকে টাকা দেয়আমার জন্য ভাবেবলে মা আমার কিছূই করার নাই খুব ভালো বেটা আমার আমাকে দেখে ৯০বছরের বৃদ্ধা দুঃখ করে জানায় আমার বেটি মুখ্যমন্ত্রীতো আমার জন্য সরকারি ভাবে সব সুযোগ সুবিধা পাঠায়কিন্তু গ্রাম পঞ্চায়েতে এলেই সব উধাও হয়ে যায়এক প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নিতাই বৈশ্য বলেন গ্রাম পঞ্চায়েতের হত দরিদ্র মানুষদের সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকেকেন এই 0বছরের বৃদ্ধা কোন সরকারি সুযোগ পায়না তা বুঝতে পারছিনাএব্যাপারে এই প্রতিবেদক বলেন এই বৃদ্ধার যাবার সময় হয়ে গেছে যেমন ঠিক তেমনি আপনিও আগস্ট মাসেই চলে যাচ্ছেনসুতরাং ধরেই নেওয়া যেতে পারে 
বৃদ্ধা আক্ষেপ যে আক্ষেপে থেকে যাবে তা নিশ্চিত ভাবেই বলা যায় তবে ৯০বছরের 
বৃদ্ধা সব কথার  
শেষে একটা কথা 
বড় বাস্তব সত্য কথা 
বললেন সবাই গরিবদের উন্নতির কথা বলে কিন্তু কিছুই 
করেনাএই সরকারের কাছে অনেক আশা ছিলআর আশা করবার আমার সময় নেই বাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *