December 5, 2024

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রায় ২০ জন পর্যটক কাশ্মীরের ভয়াভহ ধ্বসে আটকে পড়েছেন

1 min read
পশ্চিম  বর্ধমানের দুর্গাপুরের প্রায় ২০ জন পর্যটককাশ্মীরের ভয়াভহ ধ্বসে আটকে পড়েছেন  । দুর্গাপুরের ২০নং ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মলয় সাহা ও তার পরিবারও আটকে পড়েছে ওই দলে ।  গত ২১শে মে মোট ২৩ জন রওনা দিয়েছিলেন । কারগিল থেকে শ্রীনগর আসার পথে আটকে পড়েন তারা । এই দলে কলকাতারও ৩ জন রয়েছে বলে জানা গেছে ।  দুর্গাপুরের মহকুমা শাসক সংবাদ মাধ্যমের কাছ থেকে বিষয়টি জানতে পেরে জেলাশাসকের সাথে যোগাযোগ করেছেন , সরকারী স্তরে যাতে তৎপরতার সাথে বিষয়টি দেখা হয় , তার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক শঙ্খ সাঁতরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *