December 5, 2024

১৫ গাভী জখম ষাঁড়ের গুঁতোয় , ষাঁড় ধরার দাবিতে গ্রাম বাসীদের পথ অবরোধ

1 min read

ধর্মের ষাঁড়ায়  জ্বালায় অতিষ্ঠ গ্রাম বাসিরা এক মাস ধরে   , মাঠে গবাদি পশু থাকলে আচমকা ঘিয়ে  রঙের ধর্মের ষাঁড়  আক্রমন করে তাদের গুঁতিয়ে জখম করে দিচ্ছে , প্রায় ১৫ টির মত গাভি জখম ষাঁড়ের   শিঙের গুঁতোয় , তাদের জন্য পশু চিকিৎসক কেও ডাকতে হয়েছে , ষাঁড়ের ভয়ে সাধারন মানুষ জন থেকে স্কুল পড়ুয়া  পথে ঘাটে বেরোতে পারছে না  , এর জেরে নাজেহাল হয়ে কয়েকটি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার  সকাল থেকে পথ অবরোধে সামিল হল জয়নগরের দক্ষিন বারাসাত  এলাকায় । দাবি উঠলো অবিলম্বে প্রশাসনকে এই ষাঁড় ধরার ব্যাবস্তা করতে হবে । শেষে জয়নগর ১ বিডিও ও জয়নগর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে  ষাঁড় ধরার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামের বাসিন্দারা । এই বিষয়ে  জয়নগর ১ বিডিও জানান ,গ্রাম বাসিরা এই বিষয়ে বুধবার জানিয়েছে , আমি বন দপ্তর সহ ঊর্ধ্ব করতি পক্ষ কে জানিয়েছি এই অবস্তার কথা ।গত এক মাস ধরে জয়নগরের দক্ষিন বারাসাতের খাট সারা ,মাস টিকারি ,উত্তর কালিকা পুর , বেলিয়া ডাঙা ,জোরা পোল  এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ধর্মের ষাঁড় । গ্রামের বাসিন্দারা জানায় , ধর্ম রাজের মন্দিরে এই ষাঁড় দান করেছিল এক জন , ধর্ম ষাঁড়ের দাপটে নাজেহাল অবস্তা আমাদের , কখন ও পথ চলতি মানুষ কে গুতিয়ে দিচ্ছে , কখন ও বা মাঠে গবাদি পশুর উপর আক্রমন করছে ,তাদের শিং দিয়ে গুঁতো দিচ্ছে , ইতিমধ্যে ১৫ টি গাভি জখম হয়েছে । আর এক বাসিন্দা সৌমেন দাস জানান , ষাঁড়ের ভয়ে এলাকার সাধারন মানুষ থেকে স্কুল পড়ুয়া  পথে ঘাটে বেরোতে পাচ্ছে না , প্রশাসনের দপ্তর ,বন দপ্তর কে জানিয়েও কাজ হয়নি ,তাই এদিন অবরোধ হয় দুই ঘণ্টার জন্য । জয়নগর থানার পুলিশ ও জয়নগর ১ বিডিও আশ্বাস দিয়েছে অবিলম্বে ষাঁড় টিকে ধরা হবে । তাই অবররধ তুলে নেওয়া হয়েছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *