October 26, 2024

এলাকায় শান্তি ফেরানোর বার্তা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী

1 min read

রোনাক কুমার যাদব, (ইসলামপুর)উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় একাধীক সংঘর্ষের সন্ত্রাসের পরিবেশে থাকলেও মানুষের পাশে দাড়াতে কিংবা এই ঘটনা গুলি রোধ করতে ব্লক ব্লক কিংবা জেলা স্থরের জন প্রতিনিধিরা এলাকায় ঢোকার সৎ সাহস দেখায়নিপুলিশ প্রশাসনও সর্ব দলীয় বৈঠক ডেকে এলাকায় শান্তি ফেরানোর বার্তা দেয়নিশনিবার প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী

শান্তির বার্তা নিয়ে চোপড়ার লক্ষিপুর,দাসপাড়া,চোপড়ামারী,ঘিরনীগাও বিভিন্ন গ্রামে পৌছানসাধারন মানুষদের সাথে মিসে তাঁদের সমস্যার কথা বলেনসাধারন মানষও তাকে কাছে পেয়ে ক্ষোভ দূখ্যের কোথা শোনানস্থানীদের কথায় উঠে আসে শাসক দলের সন্ত্রাসের ভয়ঙ্কর পরিনতির কথাএকের পর এক হামলা চালিয়ে প্রচুর পরিমানের আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে বলে অভিযোগ < /b>করে তারানির্বাচন পরবর্তী সময়ে চোপড়ায় একাধীক সংঘর্ষের ঘটনায় মুড়ি মুরখির মত গুলি বোমা চলেছেকার্যত গোটা এলাকাটি বারুদের স্তবের উপর দাড়িয়ে রয়েছেকরিম সাহেব বলেন,ভোট পরবর্তী চোপড়ার রাজনৈতিক সংঘর্ষে পুলিশ প্রশাসন এখনো কোনো সর্ব দলীয় বৈঠক করেন নিএই ভাবে চলতে থাকলে সাধারন ছাত্র ছাত্রীরা নিজেদের বাচানোর জন্য কলম বাদ দিয়ে অস্ত্র হাতে নিবেআজ চোপড়ার রাজনৈতিক সংঘর্সে যে সব মানুষ আহত হয়েছেন তাদের সাথে বাড়ি বাড়ি গিয়ে দেখা করেন আব্দুল করিম চৌধুরীতবে এদিনের করিম সাহেবের কর্ম সূচী এলাকায় শান্তী ফিরাতে বিশেষ তাৎপর্য বলে মনে করছে ওয়াকিব মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *