October 26, 2024

বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত দার্জিলিং

1 min read

১৪
জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ।
 বিশ্বকাপ
ফুটবল জ্বরে আক্রান্ত দার্জিলিং।
   ফুটবলের
এই উন্মাদনা পাহাড়ে আসা পর্যটকরাও উপভোগ করছেন। কেননা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে
পাহাড় নতুন ভাবে সেজে উঠেছে। পাহাড়ে দেদার বিক্রি হচ্ছে ব্রাজিল আর্জেন্তিনার
পতাকা।এখনই অংশগ্রহণকারী দেশগুলির পতাকায় ছেয়ে গিয়েছে দার্জিলিংয়ের রাস্তাঘাট।
প্রতিবারই বিশ্বকাপের সময়ে পাহাড়ে উন্মাদনা তৈরি হয়।

 এবারও তার ব্যতিক্রম হয়নি। পর্যটকরাও পাহাড়বাসীর সঙ্গে আনন্দে
মশগুল হয়েছেন। হাওড়ার বাসিন্দা মনিকা দাস শনিবার বলেন
, আমাদের আজই শিলিগুড়ি ফেরার কথা ছিল।
কিন্তু
, ফুটবল বিশ্বকাপ নিয়ে এই আনন্দে নিজেদের
শরিক করতে আজ থেকে গেলাম। কাল ফিরব। কলকাতার উল্টোডাঙা থেকে আসা হরিশ বলেন
, দার্জিলিংয়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে
মাতামাতি দেখে আমরা অভিভূত। দার্জিলিংবাসীদের এই উন্মাদনায় গা ভাসিয়ে দিতে আমরা আজ
অতিরিক্ত একদিন দার্জিলিংয়ে থেকে যাচ্ছি।

 দিল্লি থেকে সিকিম ঘুরে দার্জিলিংয়ে আসা
পর্যটক নীরজ জৈন পাহাড়ের এই উচ্ছ্বাস দেখে স্তম্ভিত। নীরজবাবু দু
দিন সিকিমে ঘুরে তিনদিনের জন্য
দার্জিলিংয়ে এসেছেন। তিনি বলেন
, দার্জিলিংয়ে
এসে আমার মনে হচ্ছে বিশ্বকাপ ফটবল এখানেই হচ্ছে। গ্যাংটকে গিয়েও আমরা এরকম পরিবেশ
দেখিনি। দিল্লিতে বিশ্বকাপ ফুটবল নিয়ে এমন উন্মাদনা শুধুমাত্র ফাইনালের দিন দেখা
যায়। তাও আবার যারা ফুটবল নিয়ে আগ্রহী তাদেরকেই উৎসাহে মাতেন। মুম্বইয়ের বাসিন্দা
নিখিল রায় বলেন
, দার্জিলিংয়ের সমস্ত গাড়িতেই নিজের
নিজের প্রিয় দলের পতাকা লাগিয়ে সবাইকে ঘুরতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ নিজেদের দল
নিয়ে একে অপরের সঙ্গে তর্কও জুড়ছেন। আমি যে গাড়িতে যাচ্ছিলাম সেই গাড়ির চালক
ব্রাজিলের সমর্থক। অন্য আর একজন চালক আর্জেন্তিনার সমর্থক। তাঁরা দু
জনে নিজেদের মধ্যে তাদের প্রিয় দলের
পারফরম্যান্স নিয়ে তর্ক করতে দেখে আমি বিস্মিত। 

পাহাড়ের মানুষ সত্যিই আনন্দ করতে
জানেন।শনিবার চৌরাস্তা মলে দার্জিলিং নর্থ পয়েন্ট স্কুলের অ্যালুমনি সদস্যরা
দার্জিলিংকে বিশ্বকাপের শহর নাম দিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অয়োজকদের পক্ষে
দেবেন গুরুং বলেন
, পাহাড়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে
ঘিরে এই অনুষ্ঠানে পাহাড়ের বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও দারুণ মজা করেছেন।
আগামী দিনে আমরা আরও প্রোগ্রাম নিচ্ছি।প্রতিবছর বিশ্বকাপের সময়েই দার্জিলিং সহ
পাহাড়ের বিভিন্ন এলাকায় ফুটবল নিয়ে আনন্দে মেতে ওঠেন মানুষ। দার্জিলিংয়ের বিভিন্ন
হোটেলের ডরমেটরিগুলি স্থানীয়রা আগে থেকেই বুক করে রাখেন। ছাত্রছাত্রী
, সরকারি কর্মচারি, যুব সম্প্রদায়,গাড়ির চালক থেকে শুরু করে বিভিন্ন
মানুষ ওই ডরমেটরিগুলিতে সারারাত জেগে ফুটবল উপভোগ করেন। দার্জিলিং চৌরাস্তাতে
পর্যটকদের মনোরঞ্জনের জন্য জিটিএ ২০১৩ সালেই একটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা
করেছিল। সেখানে বিশ্বকাপের সময়ে ফুটবল দেখার ব্যবস্থা করা হয়। সাধারণত এই
স্ক্রিনটি পর্যটনের মরশুমে রাত ৯টা পর্যন্ত চালানো হলেও বিশ্বকাপের সময়ে তা খেলা
শেষ না হওয়া পর্যন্ত খোলা থাকবে।


দার্জিলিং শহরের প্রতিটি গলি, বাজারে, প্রতিটি কোনায় সব দোকানের সামনেই
বিভিন্ন ফুটবল খেলিয়ে দেশের পতাকা দার্জিলিংকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।
বিভিন্ন গাড়ি
, স্কুটি, মোটরবাইকেও
বিভিন্ন দেশের পতাকা লাগানো হয়েছে। দার্জিলিংয়ের চকবাজারের দরজিপাড়ার বিক্রেতারা
পতাকা বিক্রি করে মুনাফা করছেন। দরজি বিকাশ ভিট্রিকোটি বলেন
, ব্রাজিল, আর্জেন্তিনা
ও জার্মানির পতাকার চাহিদা বেশি। একই মান ও মাপের পতাকাগুলি ১০০ টাকায় বিক্রি করা
হচ্ছে। দিনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার পতাকা বিক্রি হচ্ছে। দার্জিলিংয়ের
বিভিন্ন হোটেল বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশের পতাকা লাগাচ্ছেন। সেই
অর্ডারও আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *