October 26, 2024

বর্তমানের কথা, বাংলা এক্সপ্রেস ও খোঁজখবর পোর্টালের খবরের জেরে ধনকোলের হতদরিদ্র বৃদ্ধার পাশে দাঁড়ালো এক সহৃদয় ব্যক্তি-

1 min read

 উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধন কোল গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুর্গাপুর গ্রামের ৯৫বছরের হতদরিদ্র কানছ বালার পাশে দাঁড়ালো 
উত্তর২৪পরগনার এক সহৃদয় ব্যক্তি  আর্থিক সাহাজ্যের হাত বাড়িয়ে দিল বর্তমানের কথা,খোঁজখবর বাংলা এক্সপ্রেস পোর্টালের খবরের জেরেরবিবার সেই ব্যক্তি কালিয়াগঞ্জের বর্তমানের কথাকে ফোনে জানান তিনি বর্তমানের কথা,খোঁজখবর বাংলা এক্সপ্রেসের পোর্টালে হতদরিদ্র কানছ বালার খবর দেখে বিস্মিত হয়েছেন 

 বর্তমানের কথা র  সম্পাদক তপন চক্রবর্তী কানছ বালার বাড়িতে  গিয়ে আর্থিক সাহায্য  তূলে  দিলেন 
পশ্চিমবঙ্গে নাকি উন্নয়নের বন্যা বইছেতাহলে এই ৯৫ বছরের বৃদ্ধা সরকার থেকে কেন আজ পর্যন্ত কোন সাহায্য পায়নি?এই মহিলা যদি সাহায্য না পায় তাহলে সরকার কাদের জন্য এই সমস্ত সরকারি অর্থ ব্যয় করছে?তিনি রবিবারই 
বর্তমানের কথাকে টি এম এর মাধ্যমে অর্থ পাঠিয়ে দিলে বিকেলে কালিয়াগঞ্জের ধনকোল গ্রামের পূর্ব দুর্গাপুর গ্রামে গিয়ে বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী 
কানছ বালার বাড়িতে 
গিয়ে আর্থিক সাহায্য তার হাতে দিলে সে অবাক হয়ে যায়

তপন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক তন্ময় চক্রবর্তী  সাংবাদিক পিয়া গুপ্তা বৃদ্ধার বাড়ি থেকে উত্তর ২৪পরগনার সেই সহৃদয় ব্যক্তির সাথে কথা বলিয়ে দিলে কান বালা তাকে ফোনে বলে সোনা বেটা তুই কতদূর থেকে আমার জন্য টাকা পাঠিয়েছিস?তোর পাঠানো টাকা আমাকে এত দূরে এসে দিয়ে গেল সরকার থেকে আমাকে সাহায্য না দিলে কি হবে?তোর মত সোনা বেটা আমার তো আছেআরতো কটা দিনের আমার জীবন

আমার আবার চিন্তা কিসের? বেটা তুই অনেক বড় হবিআমার আশীর্বাদ তোর জন্য সবসময় থাকবে বাবাপূর্ব দুর্গাপুর গ্রামের গ্রাম বাসীরাও সবাই উপস্থিত থেকে এই উদ্যোককে সাধুবাদ জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *