October 27, 2024

মালগাঁওয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কার্পেট কর্মশালা ভবনের উদ্বোধন–

1 min read
অনুপ জয়সোয়াল,বর্তমানের কথা কার্পেট গ্রাম নামের পরিচিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৯ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিক মালগাঁ গ্রাম। এই গ্রামের বেশি ভাগ মানুষ কার্পেট শিল্পের সাথে যুক্ত। তারা বেনারসের কার্পেটের আকারের নানা রকমের কার্পেট তৈরী করা করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 গ্রামের মানূষদের হাতের তৈরী কার্পেট গুলি সুধু পশ্চিমবঙ্গের মধ্যে সিমিত নয় দেশের বিভিন্ন প্রান্তে যায়। সেই কারনেই কালিয়াগঞ্জের মালগাঁ গ্রামকে কার্পেট গ্রাম নামে পরিচিত। এই কার্পেট শিল্পের সাথে এলাকায় ১৮টি স্বনির্ভর দল যুক্ত রয়েছে। তারা এই শিল্পির মাধ্যমে আগের তুলনায় অনেকটা উন্নয়ন হয়েছে । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই কার্পেট শিল্পের মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের  প্রকল্প গ্রহণ করা হয়েছে। গ্রামের স্বনির্ভর দলের মহিলাদের কাজের ক্ষেত্রে সুবিদার্থে একশো দিনের প্রকল্প ও চতুর্থদশ কমিশনের উদ্যোগে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে একটি কর্মশালা তৈরী করার উদ্যোগ গ্রহণ করে । সেই মতে আজ সেই নব নির্মিত কার্পেট তৈরির ঘড়ের সুভ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও পরিমল দাস, মালগাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের সহ আরো অনেকে। এই নব নির্মিত ঘড়ে স্বনির্ভর দলের মহিলারা নানা ধরনের কার্পেট তৈরি করে স্বনির্ভর হবে।এদিন যুগ্ম বিডিও পরিমল দাস জানান, মালগাঁ গ্রামের ১৮টি স্বনির্ভর দলের মহিলারা যাতে উন্নত মানের কার্পেট বানিয়ে নিজেদের স্বচ্ছলনা আনতে পারে সেই কারনে একশো দিনের প্রকল্প ও চতুর্থদশ কমিশনের উদ্যোগে ৫ লক্ষ ২৪ হাজার টাকা ব্যায়ে একটি ঘড়ের তৈরী করার উদ্যোগ গ্রহণ করে । সেই মতে আজ সেই নব নির্মিত কার্পেট তৈরির ঘড়ের সুভ উদ্ধোধন করা হয়।এই নব নির্মিত ঘড়ে স্বনির্ভর দলের মহিলারা নানা ধরনের কার্পেট তৈরি করে স্বনির্ভর হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *