October 24, 2024

পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে গ্রাম সম্পদ কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির চাকুলিয়ায়

1 min read

আনওয়ারুল হক,চাকুলিয়া—-পঞ্চায়েত স্তরে বভিন্ন প্রকল্পগুলি উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কি না তা খতিয়ে দেখে নিরীক্ষার কাজে রাজ্যসরকার গ্রামসম্পদ কর্মী নিয়োগ করে।কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ না দেওয়ায় ক্ষোভে ফুঁসছিলো গ্রামসম্পদ কর্মীরা। তবে কাজ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিলো। এবার গ্রাম সম্পদ কর্মীদের নিয়ে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে  প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো চাকুলিয়া ব্লক প্রশাসন কর্তৃক। পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে আয়োজিত উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন চাকুলয়া ব্লকের বিডিও সুপ্রিম দাস,জয়েন্ট বিডিও সুভাষচন্দ্র প্রামানিক,ব্লক স্বাস্থ্য অধিকর্তা সহ চিকিৎসকগন। উল্লেখ্য পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে জনগনকে সচেতন করে তোলার প্রস্তুতি নিচ্ছে চাকুলিয়া ব্লক প্রশাসন।ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া,নিপা,জাপানী এনসেফেলাইটিস সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ ধীরে ধীরে ভয়াবহ আকার নিতে চলেছে।এ থেকে এলাকার মানূষ কিভাবে রক্ষা পাবে,এবং তাদের করনীয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসক
গন।গ্রাম সম্পদ কর্মীদের পতঙ্গ বাহিত রোগের মোকাবেলায় জনগনকে বিশেষত গ্রামীন এলাকার জনসাধারণদের সচেতন করে তোলার নির্দেশ দেন চিকিৎসকগন।এছাড়াও উক্ত রোগের উৎস তথা বাড়ির চারপাশে  নোংরা জল,আবর্জনা ও জঞ্জাল ধ্বংস করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে জনসাধারণকে পরামর্শ দিবেন গ্রামসম্পদ কর্মীরা এই মর্মে উক্ত প্রশিক্ষণ শিবির বলে জানা গেছে।  এ বিষয়ে গ্রাম সম্পদ কর্মী একরামুল হক জানান যে পতঙ্গ বাহিত রোগ থেকে এলাকার মানুষদের সচেতন করে তুলতেই আজকের এই প্রশিক্ষণ শিবির ,নিয়োগ হওয়ার পর দীর্ঘদিন ধরে কাজ দেওয়া হয়নি বলে ক্ষোভ ছিলই,কিন্তু কাজের আশ্বাস পেয়ে তারা সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *