পথদুর্ঘটনার শিকার হলো এক ছাত্রী
1 min read
কমল কুমার বিশ্বাস (কুমারগঞ্জ) 13ই জুন :-পথদুর্ঘটনার শিকার হলো এক ছাত্রী l ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ এর কুমারগঞ্জ ডাঙ্গা রাজ্য সড়কের কেশবপুর এলাকায় l কুমারগঞ্জের গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তাহেরা বানু বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলো,গাড়িথেকে নেমে গোবরতা তালপুকুর এর রাস্তা ধরার জন্য এগোতেই ডাঙ্গার দিক থেকে আসা এক চার চাকার ছোট হাতি গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় l পথ চলতি মানুষ জন সাময়িক বিহ্বলতা কাটিয়ে দুর্ঘটনার শিকার ছাত্রীটিকে প্রথমে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করে l
তাহেরার আত্মীয় পরিজনেরা কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে এলে ঘাতক গাড়ি ও তার চালককে হাসপাতাল চত্বরে পেয়ে ব্যাপক মারধর করে ও তদসংগে গাড়িটিকে ভাঙচুর চালায় l পরে স্থানীয় মানুষজন এসে নিগৃহীত গাড়ির চালক নগেন নট্যকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তিকরে l ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে নিজেদের হেপাজতে নেয় l
এপ্রসঙ্গে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের বি.এম.ও.এইচ ডঃ পুষ্পেন্দু ভট্টাচার্য্য জানান ঘাতক গাড়ির চালক কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালের ভেতরে পুলিশ ক্যাম্প রয়েছে ভেবেই আশ্রয় নেয়,যদিও বেশকিছুদিন হলো সেটি উঠেগিয়েছিলো তাই হাসপাতাল চত্বরে এমন ঘটনা ঘটে l ঘটনার আকস্মিকতায় হতচকিত ও আতংকিত হয়েপড়েন হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ,নার্স ও চিকিৎসা করতে আসা রোগী ও তার পরিজনেরা l ভবিষ্যতে হাসপাতাল চত্বরে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্যে পুনরায় পুলিশ ক্যাম্প স্থাপনের আবেদন জেলার পুলিশ সুপার শ্রী প্রসূন বন্দোপাধ্যায়কে জানিয়েছি l