নিজের বুটজোড়া তুলে রাখবেন রাশিয়া বিশ্বকাপের পর কে সেই ফুটবলার ?
1 min read
নিজের বুটজোড়া তুলে
রাখবেন বলে আভাস দিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপের
পর । মেসির দেয়া আভাস সত্যি হলে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ৩০ বছর
বয়সী মেসির এটাই হবে শেষ বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপই
হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ এমন আভাস দিয়ে সংবাদ মাধ্যম স্পোর্টসকে বলেছেন, ‘আমি
আসলে জানি না। এটা নির্ভর করছে আমরা কেমন খেলি। কিভাবে এই আসর শেষ করি তার উপর।
আমরা তিনটি ফাইনাল খেলেছি, যা
সহজ নয়, এজন্য
আমাদের বাহবা দেওয়া উচিত। এটা সত্য যে শিরোপাই মূল কথা। কিন্তু পাওয়াটা আসলেই
কঠিন।’এদিকে
আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে রাশিয়া পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
শনিবার রাতে ব্যক্তিগত জেট দ্য রোলিং স্টোনসে বার্সেলোনা থেকে মস্কোতে পাড়ি জমান
সাম্পাওলির শিষ্যরা।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক টুইটার বার্তায় বলেছে, ‘আমরা
এখন রাশিয়ায়। এখন ফিফা ২০১৮ বিশ্বকাপ শুরু হতে দাও।’১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ
যাত্রা শুরু হবে। গ্রুপের অন্য দুটি দল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।
রাখবেন বলে আভাস দিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপের
পর । মেসির দেয়া আভাস সত্যি হলে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ৩০ বছর
বয়সী মেসির এটাই হবে শেষ বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপই
হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ এমন আভাস দিয়ে সংবাদ মাধ্যম স্পোর্টসকে বলেছেন, ‘আমি
আসলে জানি না। এটা নির্ভর করছে আমরা কেমন খেলি। কিভাবে এই আসর শেষ করি তার উপর।
আমরা তিনটি ফাইনাল খেলেছি, যা
সহজ নয়, এজন্য
আমাদের বাহবা দেওয়া উচিত। এটা সত্য যে শিরোপাই মূল কথা। কিন্তু পাওয়াটা আসলেই
কঠিন।’এদিকে
আসন্ন বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে রাশিয়া পৌঁছেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
শনিবার রাতে ব্যক্তিগত জেট দ্য রোলিং স্টোনসে বার্সেলোনা থেকে মস্কোতে পাড়ি জমান
সাম্পাওলির শিষ্যরা।আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক টুইটার বার্তায় বলেছে, ‘আমরা
এখন রাশিয়ায়। এখন ফিফা ২০১৮ বিশ্বকাপ শুরু হতে দাও।’১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ
যাত্রা শুরু হবে। গ্রুপের অন্য দুটি দল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।