October 27, 2024

"নির্মল বিদ্যালয় " পুরস্কার পেল কালিয়াগঞ্জ এর বড়াল প্রাথমিক বিদ্যালয়।

1 min read

 তন্ময়  দাস ও মানজুরুল আলম,বর্তমানের কথা: উত্তর  দিনাজপুর  জেলার তরঙ্গপুর এর অত্যন্ত গ্রামে  ছোট বাচ্চা দের নিয়ে অবস্থিত কালিয়াগঞ্জ  ১ সার্কেল এর বড়াল প্রাথমিক বিদ্যালয়। জেলার সব প্রাথমিক  বিদ্যালয় থেকে  এই বিদ্যালয়  কিছুটা হলেও আলাদা।  উল্লেখ্য  প্রাথমিক  বিদ্যালয়ে ছোট বাচ্চা দের পড়াশুনার পাশাপাশি  বিদ্যালয় এর বাচ্চা দের সুন্দর  পরিবেশ তুলে দিয়েছেন শিক্ষকরা।
বিগত বিছুদিন আগে মাননীয়  তৎকালীন  জেলাশাসক  আয়েশা রানী উত্তর  দিনাজপুর  জেলা কে নির্মল  জেলায় ঘোষনা করেছিলেন ঠিক তার কিছুদিন পরেই জেলার  কালিয়াগঞ্জ  ব্লকের এই প্রাথমিক  বিদ্যালয়  কে “নির্মল বিদ্যালয় ” এ পুরস্কার দিয়ে পুরস্কৃত  করেন জেলার প্রাথমিক  শিক্ষা পর্ষদ।
 পুরস্কার তুলে দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মৈত্রর হাতে উত্তর  দিনাজপুর  জেলার কর্নজোড়া জেলা পরিষদ ভবন “নির্মল বিদ্যালয় “এছাড়ও এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সন্দীপ ভট্টাচার্য্য,রেজা জাহির আব্বাস,চিত্রা রায়, মনিদিপা ভট্টাচার্য্য, এডিএম,ডি অই (মাধ্যমিক),ডি অই (প্রাথমিক), ডি ই টি এর প্রিন্সিপ্যাল ও সর্বশিক্ষা মিশনের আধিকারিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *